হোম > খেলা > ক্রিকেট

কোহলির ফিফটিতে ভারতের সংগ্রহ ১৮১

শুরুটা করেছিলেন রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তাতে ভালো শুরু পায় ভারত। এরপর একপাশ থেকে দলের রান টেনে নিয়েছেন বিরাট কোহলি। 

উদ্বোধনী জুটিতে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার রোহিত ও রাহুল। তাঁদের ৫৪ রানের জুটি ভাঙে রোহিত ফিরলে। ১৬ বলে ৩ চার ও দুই ছয়ে ২৮ রান করা এই ব্যাটারকে ফেরান হারিস রউফ। 

দ্বিতীয় উইকেটের জুটিতে কোহলিকে সঙ্গ দেওয়ার আগেই ফেরেন রাহুল। ২৮ রান করে শাদাব খানের স্পিনে ক্যাচ হয়ে ফেরেন তিনি। তবে এক প্রান্তে দারুণ ব্যাট করতে থাকেন কোহলি। এ সময় তাকে সঙ্গ দেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়ারা। যদিও তাঁরা কেউ থিতু হতে পারেননি। রানের খাতা খোলার আগে ফেরেন পান্ডিয়া। 

ব্যাটিংয়ে ধীরে ধীরে ছন্দে ফেরা কোহলি দারুণভাবে ভারতের রানের চাকা এগিয়ে নেন। তাঁকে সঙ্গ দেন একাদশে ফেরা দীপক হুদা। হাসনাইনকে ছক্কা হাঁকিয়ে ৩৬ বলে চলমান এশিয়া কাপে 'ব্যাক টু ব্যাক' ফিফটির দেখা পান কোহলি। ইনিংসের শেষ ওভারের চতুর্থ বলে রানআউট হয়ে ফেরেন তিনি। কোহলির ৪৪ বলে ঝোড়ো ৬০ রানের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ও ১ ছয়ে। 

এরপর ব্যাটিংয়ে নামা রবি বিষ্ণুই বাকি দুই বলে দুই চার মারলে ভারতের রান দাঁড়ায় নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৮১। তার মধ্যে শেষ চারটি হয় ফখর জামানের বাজে ফিল্ডিংয়ের ভুলে।

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড