হোম > খেলা > ক্রিকেট

অধিনায়কত্ব নিয়ে চিন্তিত নন মাহমুদউল্লাহ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর অধিনায়কত্ব নিয়ে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ঘরের মাঠে পাকিস্তান সিরিজ শুরু হচ্ছে। আগামীকাল প্রথম টি-টোয়েন্টির আগে একই প্রশ্নের সামনে পড়তে হলো বাংলাদেশ অধিনায়ককে। তবে এই মুহূর্তে যে পুরো মনোযোগ পাকিস্তান সিরিজে সেটাই জানিয়েছেন মাহমুদউল্লাহ। 

আপাতত এসব নিয়ে ভাবতে নারাজ মাহমুদউল্লাহ। ব্যাপারটা টিম ম্যানেজমেন্ট আর বোর্ডের কোটে ঠেলে দিয়েছেন তিনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানালেন, ‘এটা পুরোপুরি টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের ব্যাপার। আমি এ বিষয়ে খুব একটা চিন্তিত না। যদি তাঁরা আমাকে যোগ্য মনে করেন তাহলে চালিয়ে (অধিনায়কত্ব) যাব। কিন্তু এই মুহূর্তে সিরিজটা নিয়ে চিন্তা করছি।’ 

বিশ্বকাপের ব্যর্থতায় ঘরের মাঠে ধীর গতির উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারানোর বেশ সমালোচনা হয়েছে। তবে পাকিস্তান সিরিজে ভালো উইকেটের কথা শোনা যাচ্ছিল শুরু থেকেই। মাহমুদউল্লাহর কথায়ও তেমনই ইঙ্গিত পাওয়া গেল, ‘উইকেট ভালোই মনে হলো। আশা করি, এই সিরিজ ভালো উইকেটে হবে।’ 

বিশ্বকাপে চরম ব্যর্থতা কাটিয়ে উঠতে এই সিরিজকে পাখির চোখ করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মাহমুদউল্লাহও তার ব্যতিক্রম নন। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ সহজ হবে সেটাও মানছেন এই বাংলাদেশ অধিনায়ক, ‘এটা অবশ্যই বিশ্বকাপের পর আমাদের বড় একটা চ্যালেঞ্জ। এই সিরিজে ভালো ক্রিকেট খেলা এবং সামর্থ্যের প্রমাণ দেওয়ার জন্য দারুণ একটা সুযোগ।’

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি