হোম > খেলা > ক্রিকেট

হারের পর দুঃসংবাদ সাকিবকে নিয়েও 

ম্যাচের পর পুরস্কার মঞ্চে অধিনায়কদের আসার নিয়ম। সেই নিয়মে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের আসার কথা থাকলেও এলেন সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  সাকিব কেন এলেন না, ধারাভাষ্যকার ইয়ান বিশপ সেই প্রশ্নের জবাবে শান্ত দিয়েছেন বাংলাদেশ সমর্থকদের জন্য মন খারাপের খবর।  

কি হয়েছে সাকিবের?-প্রশ্নের জবাবে বাংলাদেশ সহ অধিনায়ক শান্ত বললেন, ‘সাকিব চোট পেয়েছেন। আমরা এতটুকুই জানি।’ অধিনায়কের চোট কতটা গুরুতর সেই বিষয়ে বাড়তি কোনো তথ্য পাওয়া যায়নি শান্তর কাছ থেকে। 

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেওয়া ২৪৬ রানের লক্ষ্য ৪৩ বল আগেই ছুঁয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। 

প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৫৬ রানে হারায় প্রথম ৪ উইকেট। মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৯৬ রানের জুটি গড়েন সাকিব। ব্যাট হাতে করেন ৪০ রান। ব্যাটিংয়ের সময়ই দেখা গেছে রান নিতে গিয়ে ব্যথায় মুখে কুঁচকে গেছে সাকিবের। ব্যাটিংয়ে ছিল অস্বস্তি। সেই ব্যথা নিয়েই পড়ে ১০ ওভার বল করেছেন, ৫৪ রানে নিয়েছেন ১ উইকেট। 

ম্যাচের পরপরই সাকিবকে স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে বাঁ ঊরুর সামনের অংশে চোট পান সাকিব। ব্যথা নিয়ে সারা ম্যাচে ফিল্ডিং করেছেন স্লিপ ও শর্ট থার্ডম্যানের মতো জায়গায় ৷ কোনোভাবে শর্ট রানআপে বোলিং করে  গেছেন ১০  ওভার। চোট কতটা গুরুতর সেটা জানা যাবে স্ক্যান করানোর পর।

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্বকাপের সেরা একাদশ খুঁজছেন রশিদ

বিশ্বকাপের সিদ্ধান্ত জানতে উদ্বেগ নিয়ে বাংলাদেশের অপেক্ষা

জয়ের খোঁজে মাঠে নামছে বাংলাদেশ

বিপিএলে আজ শুরু ফাইনালে ওঠার লড়াই

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার