হোম > খেলা > ক্রিকেট

বিসিবির এইচপির দায়িত্বে দেবব্রত

আজকের পত্রিকা ডেস্ক­

দীর্ঘ সময় বিসিবির এইচপির প্রধান ছিলেন নাঈমুর রহমান দুর্জয়। এখন দায়িত্বটা সামলাবেন দেবব্রত পাল। ফাইল ছবি

আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে বড় পালাবদল হয়েছে। বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ তাঁর পরিচালনা পর্ষদের ১০ পরিচালকের প্রত্যেকে একাধিক স্ট্যান্ডিং কমিটি সামলাচ্ছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, হাইপারফরম্যান্স (এইচপি) কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন বিসিবি কাউন্সিলর ও ম্যাচ রেফারি দেবব্রত পাল। যেহেতু সভাপতির পদ শূন্য, দেবব্রতই মূলত এইচপির দেখভাল করবেন। দেবব্রত ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক। গত বছর আওয়ামী লীগ সরকার বিরোধী মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার জেরে বিসিবির ম্যাচ রেফারির দায়িত্ব থেকে তাঁর পদত্যাগের ঘটনা বেশ আলোচিত হয়েছিল।

বিসিবির এইচপি কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুর্জয় পরিচালক পদ থেকে পদত্যাগ করলে এইচপি বিভাগের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করা হচ্ছিল। এখন দেবব্রতের কাজ হবে বিসিবির প্রোগ্রামের প্রধান সমন্বয়ক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করা।

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত