হোম > খেলা > ক্রিকেট

স্পিনে সাকিবদের সঙ্গে নিজেদের পার্থক্য কোথায়, জানালেন মুজিব

এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলছেন মুজিব উর রহমান। কদিন পরেই আবার আফগানিস্তান আসছে বাংলাদেশ সফরে। এর আগে বিপিএলে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই স্পিনার।

বিপিএল অভিজ্ঞতা মুজিব নিশ্চয় ভাগাভাগি করে নেবেন আফগানিস্তের আরেক স্পিনার রশিদ খানের সঙ্গে। বাংলাদেশের সবচেয়ে বড় মাথা ব্যাথার কারণ হতে পারেন এই দুই স্পিনার।

মুজিব অবশ্য বাংলাদেশের স্পিনারদেরও হালকাভাবে নিচ্ছেন না। তবে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের স্পিনারদের পার্থক্য বুঝতে পারছেন। সেটিই আজ সংবাদমাধ্যমে তুলে ধরেছেন এভাবে, ‘বাংলাদেশের স্পিনাররা খুবই ভালো। আমাদের লেগি ও রহস্যময় স্পিনার আছে, বাংলাদেশের তেমনটা না থাকলেও ওদের মানও অনেক ভালো।’

বাংলাদেশের বিপক্ষে খেলতে উন্মুখ হয়ে আছেন মুজিব। এমন স্পিন সহায়ক উইকেটে আগেও আতঙ্ক ছড়িয়েছেন। এবারও বেশ আশাবাদী তিনি, ‘বাংলাদেশে আমরা অনেক সিরিজ খেলেছি। বিপিএল শেষেই আমাদের সিরিজ আছে। এখানে আমি ইকোনোমিক্যাল বোলিং করছি। যে রকম স্পিন বান্ধব কন্ডিশন পাচ্ছি, তাতে খুবই খুশি। এশিয়ায় সবসময়ই সুবিধা পাই, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের উইকেটে স্পিনাররা অনেক সুবিধা পায়।’

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ