হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেও

বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের সিরিজে চলছে বৃষ্টির খেলা। দুটো ওয়ানডেই ভেসে গেছে বৃষ্টিতে।

কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল। খেলা তো দূরে থাক, প্রবল বৃষ্টিতে টসই হয়নি এই ম্যাচের। দুটো ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ওয়ানডে হয়ে গেছে সিরিজ নির্ধারণী। পরশু একই মাঠে সিরিজের শেষ ওয়ানডে। বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

এর আগে শনিবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ৩৬.৪ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে লঙ্কানরা। এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় এখানেই শেষ হয়ে যায় প্রথম ওয়ানডে। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন আতাপাত্তু। ৩৭ বলে ৪৭ রান করেন লঙ্কান অধিনায়ক। আর বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ৯, ১১, ১২ মে হবে তিনটি টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে।

ভারতে যাবেন কি বাংলাদেশি আম্পায়ার সৈকত

মায়ার্সের ফিফটির পর মাহমুদউল্লাহর ঝোড়ো ব্যাটিং, রংপুরের হ্যাটট্রিক জয়

মোস্তাফিজের ‘অসম্মান’ মানতে পারছে না বিসিবি

‘যে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান নেই, সেটা দেখারও দরকার নেই’

বাংলাদেশের চাপে বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে আইসিসি

নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

রুটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

আমিরাতে রানার্সআপ হয়েও ভক্তদের হৃদয় জিতলেন সাকিব

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি