হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেও

বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের সিরিজে চলছে বৃষ্টির খেলা। দুটো ওয়ানডেই ভেসে গেছে বৃষ্টিতে।

কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল। খেলা তো দূরে থাক, প্রবল বৃষ্টিতে টসই হয়নি এই ম্যাচের। দুটো ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় তৃতীয় ওয়ানডে হয়ে গেছে সিরিজ নির্ধারণী। পরশু একই মাঠে সিরিজের শেষ ওয়ানডে। বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

এর আগে শনিবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ৩৬.৪ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে লঙ্কানরা। এরপর মুষলধারে বৃষ্টি হওয়ায় এখানেই শেষ হয়ে যায় প্রথম ওয়ানডে। লঙ্কান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন আতাপাত্তু। ৩৭ বলে ৪৭ রান করেন লঙ্কান অধিনায়ক। আর বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন নাহিদা আক্তার।

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ৯, ১১, ১২ মে হবে তিনটি টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই হবে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ