হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেটারকে হুমকি দিয়ে নিষিদ্ধ হচ্ছেন ভারতীয় সাংবাদিক! 

সাক্ষাৎকার না দেওয়ায় ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়েছিলেন ভারতীয় সাংবাদিক বোরিয়া মজুমদার। এই অভিযোগে দুই বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন এই সাংবাদিক। একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ঋদ্ধিকে হুমকি দেওয়ার ঘটনায় দুই বছর নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি। 

আগামী দুই বছর দেশের কোনো ক্রিকেট স্টেডিয়ামে ঢোকার অনুমতি পাবেন না বোরিয়া। বিসিসিআই তাদের অনুমোদিত সব কটি সংস্থাকে জানিয়ে দেবে, এই সাংবাদিককে যেন স্টেডিয়ামে ঢুকতে দেওয়া না হয়। এমনকি আইসিসির কাছেও অনুরোধ জানাবে বিসিসিআই, ওই সাংবাদিককে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়। ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হবে, বোরিয়ার সঙ্গে যেন কেউ কথা না বলেন বা যোগাযোগ না রাখেন।

গত ১৯ ফেব্রুয়ারি ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ভারতীয় ক্রিকেটে নিজের অবদান রাখার পর তথাকথিত এক  সাংবাদিকের কাছ থেকে এটা আমাকে শুনতে হলো। সাংবাদিকতা এখন এই জায়গায় পৌঁছেছে।’ এর সঙ্গে ঋদ্ধি তাঁর মোবাইলে আসা মেসেজের স্ক্রিনশটও টুইটারে পোস্ট করেন। সেখানে দেখা যায় ওই সাংবাদিক ঋদ্ধিকে লিখেছেন, ‘আপনি তো আমাকে ফোন করলেন না। আর কখনো আপনার সাক্ষাৎকার নেব না। আমি অপমান একদমই নিতে পারি না, এটা মনে রাখব।’ সাংবাদিকের নাম অবশ্য তখন সামনে আনেননি ঋদ্ধিমান।

এ ঘটনায় ভারতীয় ক্রিকেটে সমালোচনার ঝড় ওঠে। ঋদ্ধিমানের পাশে দাঁড়ান ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। শুরু হয় তদন্তে।  এরপর বোরিয়া মজুমদারের নাম সামনে এলে তিনি উল্টো ঋদ্ধিমানের নামে মিথ্যাচার করেন। উপায় না পেয়ে সেই সাংবাদিক তখন বলেন, যেসব স্ক্রিনশট সামনে এসেছে সেগুলো মিথ্যা ও বিকৃত। জানিয়েছিলেন তিনি ঋদ্ধিমানের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনিই শাস্তি পেতে যাচ্ছেন।

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড

বাজে পরিবেশে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করে তোপের মুখে বিসিসিআই

সতীর্থরাই ডোবালেন মোস্তাফিজকে