হোম > খেলা > ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে দুই সিরিজেই হারাতে চান মাহমুদউল্লাহ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকা পাঁচ ক্রিকেটার আজ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন। দেশ ছাড়ার আগে দুই সিরিজেই ভালো কিছু করার প্রত্যাশার কথা জানিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

মাহমুদউল্লাহর লক্ষ্য দুই সিরিজেই জেতা। ভালো ক্রিকেট খেলে সিরিজ জয়ের আশার কথা জানিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। ইনশাআল্লাহ, আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমাদের দলের সমন্বয়টা খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে।’ 

এই কাজটা যে সহজ হবে না, সেটিও মাহমুদউল্লাহর অজানা নয়। কারণ নিজেদের কন্ডিশনে উইন্ডিজও ছেড়ে কথা বলবে না। তাই ভালো কিছু করতে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে আফিফ-নাসুমদের। এ প্রসঙ্গে টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব ভালো দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা, অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি, এবারও চেষ্টা করব সিরিজ জেতার।’

প্রায় চার বছর পর টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজকে নিয়েও কথা বলেছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আমার মনে হয় মিরাজের কাছে ওর দলে থাকাটা প্রত্যাশিত । কারণ ও খুব ভালো পারফরম্যান্স করছে। শেষ বিপিএলেও ভালো করেছে। আমি খুব খুশি, ও স্কোয়াডে আছে।’

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে চমক

লায়ন-কামিন্সের দাপুটে বোলিংয়ে অ্যাশেজ হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

হজের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে জবাব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

মোস্তাফিজ এখন সেরা তিনে

অ্যাশেজ হার এড়াতে লড়ছে ইংল্যান্ড

মোস্তাফিজদের বিপক্ষে খরুচে বোলিংয়ে তাসকিনের ৩ উইকেট

২৫৮ রান তাড়া করে জিতে ব্রিসবেনের ইতিহাস

সেই দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান ফাইনাল

বাংলাদেশকে হ্যাটট্রিক ফাইনাল খেলতে দিল না পাকিস্তান

পাকিস্তানের বিপক্ষে এলোমেলো ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ