হোম > খেলা > ক্রিকেট

রাতেই ভারত থেকে দুবাইয়ের পথে সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কানপুর টেস্ট দিয়ে শেষ হয়েছে সাকিব আল হাসানের ভারত সফর। বৃষ্টিতে টেস্টের প্রায় আড়াই দিন পেটে চলে যাওয়ার পরও বাংলাদেশ আজ দুপুরের মধ্যেই হেরে গেছে ভারতের কাছে। খেলা শেষে কিছু আনুষ্ঠানিকতা শেষে সাকিব ধরেছেন দুবাইয়ের ফ্লাইট।

দলীয় সূত্র জানায়, আজ খেলা শেষে পুরস্কার বিতরণীর সময়ে সাকিবকে ব্যাট উপহার দিয়েছেন বিরাট কোহলি। মাঠের কাজ শেষে খুব একটা দেরি করেননি সাকিব। দ্রুত কানপুর থেকে ৯০ কিলোমিটার দূরের লক্ষ্ণৌ বিমানবন্দরে রওনা দেন বাংলাদেশ অলরাউন্ডার। লক্ষ্ণৌ থেকে রাতেই তাঁর গন্তব্য দুবাইয়ে। দুবাইয়ে দুই-একদিন কাটিয়ে চলে যাবেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। যদি শতভাগ নিশ্চয়তা পান তবেই তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু মিরপুর টেস্ট খেলে বিদায় নিতে দেশে আসবেন সাকিব। নাহলে কানপুরেই তাঁর শেষ টেস্ট ধরে নিতে হবে।

টেস্ট ও টি-টোয়েন্টিতে অবসর নিলেও ওয়ানডে এখনো চালিয়ে যাবেন বলে সাকিবের সিদ্ধান্ত। সে হিসেবে নভেম্বরে শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁর খেলার কথা। দেশের মাঠে আর টেস্ট না খেলার সুযোগ হলে ওই সিরিজ দিয়েই হয়তো আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব।

ভারত সফরে শুধুই টেস্ট দলে থাকা মুশফিকুর রহিম, সাদমান ইসলাম, জাকির হাসানের মতো ক্রিকেটাররা কাল দেশে ফিরছেন। তবে তাইজুল ইসলাম, হাসান মাহমুদ সপরিবারে কদিন ভারতে কাটাবেন। আর আজ বিকেলে শুধুই টি-টোয়েন্টি দলে থাকা ক্রিকেটাররা পৌঁছেছেন ভারতে।

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড