হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ এত বেশি ম্যাচ আর কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে জেতেনি

সুদূর সেন্ট ভিনসেন্ট থেকে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা পেয়েছেন ঈদের আনন্দ। নেপালকে ২৫ রানে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার এইটে ওঠার পাশাপাশি আরও একটি রেকর্ড গড়েছে বাংলাদেশ। 
 
শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল—এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের এই তিন দলকে হারিয়েছে বাংলাদেশ। তিন জয়ে নির্দিষ্ট কোনো বিশ্বকাপে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ফেলেছে। সংখ্যাটা চার হতে পারত খুব সহজেই। সেটা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানে হারার কারণে। তবে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ থাকছে বাংলাদেশের। জয়ের সংখ্যা তিন থেকে বাড়িয়ে নিতে নাজমুল হোসেন শান্ত-সাকিব আল হাসানরা পাচ্ছেন ন্যূনতম তিন ম্যাচ। সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। ২১ জুন অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের সুপার এইট মিশন। 

এক বিশ্বকাপে বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ দুটি করে জয় পেয়েছে ২০১৪, ২০১৬, ২০২১ ও ২০২২ সালে। সেই আসরগুলোতে জয়ের সংখ্যা আরও বাড়তে পারত। তবে কয়েকটা ম্যাচে তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশের। যার মধ্যে রয়েছে ২০১৬ ও ২০২২ সালে ভারতের বিপক্ষে দুটি ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও জেতা হয়নি বাংলাদেশের। ২০২১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতে এক অঙ্কের রানে হেরেছে বাংলাদেশ। 

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচেই জয় পায় বাংলাদেশ। জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ জিতেছে ২ ওভার হাতে রেখে ৬ উইকেটে। তবে সেই বিশ্বকাপে এক জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় বাংলাদেশ। এরপর ২০০৯, ২০১০ ও ২০১২—টানা তিনবার বাংলাদেশ ফিরেছে খালি হাতে। এই তিন আসরে বাংলাদেশ খেলেছে দুটি করে ম্যাচ। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে এশিয়ার দলটি ৪২ ম্যাচ খেলে জিতেছে ১২ ম্যাচ। হেরেছে ২৯ ম্যাচ ও বৃষ্টিতে ভেসে গেছে ১ ম্যাচ।

 টি-টোয়েন্টি বিশ্বকাপের কোন আসরে বাংলাদেশের কত জয়

 জয়    

সাল 

৩*

২০২৪ 

২০১৪

২০১৬ 

২০২১ 

২০২২

২০০৭

২০০৯ 

২০১০ 

 ২০১২

*২০২৪ সালের ১৭ জুন বাংলাদেশ-নেপাল ম্যাচ পর্যন্ত

 

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড