নিউজিল্যান্ডের পাকিস্তান সফর বাতিলের পর একের পর এক ঝাঁজালো মন্তব্য করে চলেছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার এর আগে বলেছিলেন, নিউজিল্যান্ড পাকিস্তান ক্রিকেটকে খুন করেছে। এবার সফর বাতিলের জেরে নিউজিল্যান্ড দলকে সরাসরি হুমকিই দিলেন শোয়েব।
১৯ অক্টোবর থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ২৬ অক্টোবর শারজায় সে ম্যাচটিকে হালকাভাবে নিচ্ছেন না রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব। পাকিস্তান ক্রিকেটারদের উদ্দেশে শোয়েব টুইটে লিখেছেন, ‘এই দিনটা (২৬ অক্টোবর) তোমরা মনে রেখ। এই দিনেই নিজেদের সব শক্তি দিয়ে তাদের আক্রমণ করতে হবে।’
মাঠের ক্রিকেটেই নিউজিল্যান্ডকে জবাব দিতে চান শোয়েব। টুইটের নিচে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের বিশ্বকাপ সূচির অংশটুকুও তুলে দিয়েছেন শোয়েব। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাবর আজমের দল। ক্রিকেটারদের বিশ্বকাপে ভালো কিছু করার আহ্বান জানিয়েছেন বোর্ড সভাপতি রমিজ রাজাও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি বলেন, ‘আমরা যখন বিশ্বমানের দল হয়ে উঠব, অন্য দলগুলো তখন আমাদের বিপক্ষে খেলতে উন্মুখ হয়ে থাকবে। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হওয়ার কিছু নেই।’