হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ টেস্ট দলে চমক নাহিদ রানা 

সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষ। এবার শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। সিলেটে ২২ মার্চ থেকে শুরু প্রথম টেস্টের জন্য আজ ১৫ সদস্যের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে চমক নাহিদ রানা। প্রথমবার বাংলাদেশ দলে ডাক পেলেন ২১ বছর বয়সী এই পেসার। ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। যেখানে ১৫ ম্যাচ খেলে ৬৩ উইকেট নিয়েছেন তিনি।

নাহিদকে টেস্ট দলে নেওয়া নিয়ে বিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মনে করি, প্রথম টেস্টের জন্য ঘোষিত দল ভারসাম্যপূর্ণ হয়েছে। নবাগত নাহিদ রানার অন্তর্ভূক্তি আমাদের টেস্ট দলকে বেশ স্থির করেছে।’ নাহিদকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষী বিসিবি। তাঁকে ‘সম্ভাবনাময়’ উল্লেখ করে বিবৃতিতে তাঁকে আরও বলা হয়, তিনি ‘এই মুহূর্তে বাংলাদেশের দ্রুততম বোলার।’

আজ লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে অলিখিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফেরায় এ ম্যাচ খেলা হয়নি লিটন দাসের। তৃতীয় ওয়ানডের আগে দল থেকেই বাদ পড়েন তিনি। তবে সিরিজের প্রথম টেস্টের দলে আছেন লিটন। তাঁর টেস্ট দলে ফেরা নিয়ে বিসিবির ব্যাখ্যা, ‘ছুটি নেওয়ায় গত টেস্ট মিস করার পর লিটন ফিরেছে। সব বিভাগের বেকআপ রাখা হয়েছে।’

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হয়েছিল সিলেটে। সেখানে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় সফরকারীরা। টেস্ট সিরিজ দিয়ে আবারও দুই দল ফিরছে চায়ের দেশে। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ মার্চ। এই টেস্ট দিয়ে দুই দল ফিরবে চট্টগ্রামে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, হচ্ছে না নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড