ঢাকা: কয়েকঘণ্টা পরই শুরু হওয়ার কথা বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সবাই যখন ম্যাচ শুরুর অপেক্ষায়, তখন এল দুঃসংবাদ। শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও এক কোচের করোনা পজিটিভ হওয়ার খবর মিলেছে।
শ্রীলঙ্কান দলের অলরাউন্ডার ইসরু উদানা, শিরান ফার্নান্দো এবং বোলিং কোচ চামিন্দা ভাসের করোনা পজিটিভ এসেছে বলে জানা গেছে। সকালে শ্রীলঙ্কান সংবাদমাধ্যমে প্রথমে খবরটি এসেছে। এরপর তা ছড়িয়ে পড়েছে দ্রুতই। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করেনি। করোনা আক্রান্তের বিষয়টি সত্যি হলে প্রথম ওয়ানডে তো বটেই, পুরো সিরিজটিই হুমকির মুখে পড়ে যেতে পারে।
জানা গেছে, পরশু করা টেস্টের ফল এসেছে কাল। সেখানেই পজিটিভ হয়েছেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ও কোচ। কাল আবারও একটা পরীক্ষা করা হয়েছে, যেটির ফল আসার কথা আজ বেলা ১১টার দিকে। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, 'আমরা এখনো করোনার ফল হাতে পাইনি। আজ বেলা ১১টার মধ্যে ফল হাতে পাওয়ার কথা। তখন বলতে পারব। শ্রীলঙ্কান সাংবাদিকেরা কিসের ভিত্তিতে বলছে আমার জানা নেই।'