হোম > খেলা > ক্রিকেট

স্ত্রী অবসর নিয়ে ভাবলেও ভাবছেন না স্বামী

শোয়েব মালিক এখনো ওয়ানডে-টি-টোয়েন্টি দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। ৪০ ছুঁই ছুঁই শোয়েব তাই অবসর নিয়ে এখনই ভাবছেন না। শোয়েব না ভাবলেও তার স্ত্রী সানিয়া মির্জা নিজের অবসরের কথা জানালেন। ভারতীয় এই টেনিস তারকা জানিয়েছেন, দুটি গ্র্যান্ড স্লাম জেতার পর টেনিস রেকেট তুলে রাখবেন। 

করাচিতে মালিকের সুগন্ধী ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অবসরের বিষয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘অবসরের আগে আমি আরও দুইটি গ্র্যান্ড স্লাম জিততে চাই।’ 

এদিকে আর কদিন পরেই ৪০-এ পা দেবেন শোয়েব মালিক। অনেক ক্রিকেটার এর আগেই অবসরের ঘোষণা দেন। মালিক অবশ্য খেলাটা এখনো উপভোগ করছেন। তবু ওই অনুষ্ঠানে তাঁর অবসরের প্রসঙ্গ সামনে এলে তিনি বলেন, ‘আমি অবসর নিয়ে একদমই ভাবছি না। এটি আমার একার সিদ্ধান্ত নয়। আমি বাবরের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। সে জানিয়েছে দলের নতুন খেলোয়াড় তৈরি করতে আমাকে দরকার।’ 

শুধু নতুন খেলোয়াড় তৈরিতে নয় পারফরমেন্স দিয়েই দলের জয়ে অবদান রাখছেন মালিক। যার সবশেষ উদাহরণ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। প্রায় দুই যুগের ক্যারিয়ারে মালিকের আফসোস আছে ওয়ানডে বিশ্বকাপ জিততে না পারা, ‘আমি ওয়ানডে বিশ্বকাপের শিরোপার স্বাদ নিতে চেয়েছিলাম। কিন্তু পায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জয়ী দলের সদস্য ছিলাম। কিন্তু ওয়ানডে বিশ্বকাপ জেতা হয়নি।’

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়