হোম > খেলা > ক্রিকেট

সোহানের কাছে ফিফটি–সেঞ্চুরির চেয়ে দলের জয়ে ৫–১০ রানই গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জিম্বাবুয়ের বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৪–১ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজে উড়িয়ে দেওয়া। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। গত তিন মাস বলতে গেলে একের পর এক সাফল্যে এসেছে বাংলাদেশ ক্রিকেটে। 

জিম্বাবুয়ে সফর দিয়ে প্রায় তিন বছর পর দলে ফিরে দারুণ ক্রিকেট খেলা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আজ জানিয়েছেন, বাংলাদেশ দলের এই সাফল্যের রহস্য। আগামী বুধবারে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে আজ থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে কথা বলেছেন সোহান। 

বাংলাদেশ দলের ড্রেসিংরুমের কথা বলতে গিয়ে সোহান বলেছেন, ‘আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ এখন খুব ভালো। যেমন, আমরা ১৫–২০ জন বা যে কজনই দলে থাকি না কেন, মন থেকে চাই যে ১১ জন মাঠে খেলছে তাঁরা যেন ভালো করে। সবাই সবাইকে সহায়তা করে। দল হিসেবে ভালো করতে এটি (একে অপরের ভালো চাওয়া) খুবই গুরুত্বপূর্ণ।’ 

দল হিসেবে ভালো করতে হলে দলের প্রয়োজনই শেষ কথা! জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে সেটি ধারাবাহিকভাবে দেখিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকেও একইভাবে হারাতে চায় বাংলাদেশ। সোহান বললেন, ‘সর্বশেষ দুটি সিরিজ আমাদের খুব ভালো গেছে। দল হিসেবে খেলতে পেরেছি আমরা। ভালো করতে গেলে দরকার দল হিসেবে খেলা। এই সিরিজেও (নিউজিল্যান্ড সিরিজ) দল হিসেবে খেলতে পারি তাহলে ভালো করতে পারব। অবশ্যই নিউজিল্যান্ড ভালো দল। আমার কাছে মনে হয় এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দল হিসেবে খেলতে পারি তাহলে ভালো ফল করার সম্ভাবনা বেশি থাকবে।’ 

সেঞ্চুরি–ফিফটির চেয়ে দলের সাফল্যে অল্প অবদান রাখতে পারাটাকেই বেশি তৃপ্তি দেয় বলে মন্তব্য করেছেন সোহান, ‘আমার কাছে সব সময় বেশি গুরুত্বপূর্ণ হলো ৫০ বা ১০০ করলাম, কিন্তু দল হারল—তার চেয়ে দলের জয়ে ৫ বা ১০ রান করে অবদান রাখা। আমার কাছে সব সময় এটিই গুরুত্বপূর্ণ।’ 

সোহানের টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৭ সালের জানুয়ারিতে। এখন দেশের মাঠে টি–টোয়েন্টি সিরিজে তাঁর সামনে সেই নিউজিল্যান্ড। যদিও মুশফিক–লিটন ফেরায় সোহানের জন্য একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে গেছে তাঁর। তবু সুযোগ পেলে নিজের শতভাগ দিতে চান সোহান, ‘আমার ওয়ানডে ও টেস্ট অভিষেক নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছিল। আশা করব দলে সুযোগ পেলে নিজের শতভাগ দিতে পারি।’ 

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও