বিপিএলে আম্পায়ারিং নিয়ে সমালোচনার শাস্তি পেলেন মোহাম্মদ সালাউদ্দিন। আচরণ বিধি লঙ্ঘন করায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের কোচকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুধুই জরিমানাতেই পার পাননি সালাউদ্দিন। আজ জরিমানার সঙ্গে কুমিল্লা কোচের নামের পাশে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছে বিসিবি। আচরণবিধি ২.৭ এর ধারা ভঙ্গ করায় তাঁকে এই শাস্তি দিয়েছে বিসিবি। ম্যাচ রেফারি দেবব্রত পলের প্রস্তাবিত শাস্তি সালাউদ্দিন মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন নেই।
এবারে বিপিএলে শুরু থেকেই আম্পায়ারিং নিয়ে সমালোচনা চলছে। গতকালও ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের ম্যাচে বাজে আম্পায়ারিং হয়েছে। সেই ম্যাচ নিয়েই আম্পায়ারের সমালোচনা করেছিলেন সালাউদ্দিন।
শিষ্য জাকের আলী অনিকের এলবিডব্লিউর আউট নিয়ে সালাউদ্দিন বলেছিলেন, ‘এডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো আমার মনে হয়। আম্পায়ার যেটা দিয়ে দেবে, সেটা দেওয়াই ভালো। এটা তো একেবারে লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে, এমন না যে...। প্রথম ম্যাচেও একটা সিদ্ধান্ত খারাপ হয়েছে, আজকেও। আমার কাছে মনে হয়েছে এটা। তবে এমন ডিআরএস থাকার চেয়ে না থাকাই ভালো।’