প্রিয় তারকার সঙ্গে সরাসরি সাক্ষাৎ কিংবা তাঁর সঙ্গে সেলফি তোলা নিঃসন্দেহে যেকোনো ভক্তের বড় স্বপ্ন। সেলফির আবদার না মিটলেও পাশে দাঁড়িয়ে ছবি তোলার সখ তো থাকেই। এক্ষেত্রে লিঙ্গের প্রশ্ন অবান্তর। কিন্তু মোহাম্মদ রিজওয়ান নারী ভক্তদের দিলেন দুঃসংবাদ।
ব্যাট হাতে গত বছর রেকর্ডের ঝড় বইয়ে দেওয়া রিজওয়ান অনেক নারীর মনেও ঝড় তুললেও তাঁদের থেকে দূরে থাকতে চান। এমনকি নারীদের সঙ্গে কখনো ছবিও তুলতে চান না।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি রিজওয়ানের এমন সিদ্ধান্ত নিয়ে প্রতিবেদন করেছে। ২৯ বছর বয়সী কিপার-ব্যাটার বলেছেন, ‘সব খেলোয়াড়েরই কিছু ব্যক্তিগত বিষয় থাকে। আমিও ব্যতিক্রম নয়। আমি (মেয়েদের কাছে আসতে) লজ্জা পাই, ব্যাপারটা সেরকম নয়।’
রিজওয়ান বরং নারী ভক্তদের সঙ্গে ছবি না তোলা প্রসঙ্গে একটি মহৎ কারণ তুলে ধরেছেন, ‘নারীদের মর্যাদা অনেক বেশি। তাঁদের সব সময়ই উচ্চ আসনে রাখি। আমার কাছে তাঁদের সঙ্গে ছবি তোলার চেয়ে সম্মান ও মূল্য অনেক বেশি। আশা করি এ কারণে যে সব মা-বোন আমার ভক্ত, তাঁরা কষ্ট পাবেন না।’
আরও পড়ুন: