হোম > খেলা > ক্রিকেট

অঘটন ঘটানো নামিবিয়াই বাদ, বাংলাদেশ পাচ্ছে ডাচদের

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে অঘটন ঘটিয়েছিল নামিবিয়া। আর সেই নামিবিয়াই উঠতে পারল না সুপার টুয়েলভে। গিলংয়ে আজ পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে নামিবিয়াকে ৭ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তাতে কপাল খুলেছে নেদারল্যান্ডসের। ‘বি’ গ্রুপ রানার্সআপ হিসেবে সুপার টুয়েলভে উঠল ডাচরা। সুপার টুয়েলভে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ডাচদের।

১৪৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নামিবিয়া। ১২.৪ ওভারে ৬৯ রান তুলতেই ৭ উইকেট হারায় নামিবিয়া। এরপরই অষ্টম উইকেট জুটিতে প্রতিরোধ গড়া শুরু করেন ডেভিড ভিসে এবং রুবেন ট্রাম্পলম্যান। এই জুটি অবশ্য ভেঙে যাওয়ার সুযোগ তৈরী হয়েছিল। ১৭ তম ওভারের শেষ বলে ভিসেকে কট এন্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করেছেন মুহাম্মদ ওয়াসিম। জীবন পেয়ে ফিফটি তুলে নিয়েছেন ভিসে। ভিসে যতক্ষণ উইকেটে ছিলেন নামিবিয়ার আশাও বেঁচে ছিল। শেষ ওভারের চতুর্থ বলে ভিসেকে তুলে নেন ওয়াসিম। ৭০ রানের জুটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে নামিবিয়ার আশাও শেষ হয়ে যায়। ২০ ওভারে ৮ উইকেটে নামিবিয়া করে ১৪১ রান।

ম্যাচসেরা হয়েছেন মুহাম্মদ ওয়াসিম। ৪১ বলে ৫০ রান করেছেন এবং ২ ওভার বোলিং করে ১৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। একমাত্র উইকেটটি ভিসের গুরুত্বপূর্ণ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের  সিদ্ধান্ত নেন সংযুক্ত আরব আমিরাত অধিনায়ক  চুনদাঙ্গাপোয়িল রিজওয়ান। নির্ধারিত ২০ ওভারে তারা করে ৩ উইকেটে ১৪৮ রান। ইনিংস সর্বোচ্চ  ৪১ বলে ৫০ রান করেন মুহাম্মদ ওয়াসিম। আমিরাত অধিনায়ক   রিজওয়ান ২৯ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড