হোম > খেলা > ক্রিকেট

সৌরভ বলছেন, ভারতকে হারাতে কষ্ট হবে বাংলাদেশের

এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ, বাংলাদেশ-ভারত ম্যাচ এখন বেশ উত্তাপ ছড়ায়। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন, তারকা ক্রিকেটারদের কথার লড়াই, ক্রিকেট বিশ্লেষকদের মতামত—সব মিলিয়ে ম্যাচের আগেই উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে সবখানে। পাশাপাশি সামাজিক মাধ্যমে ভক্ত-সমর্থকদের কথার লড়াই তো চলেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির কথায়ও এসেছে সেই প্রসঙ্গ।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত, যেখানে গত এক বছরের ওয়ানডেতে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। ৪ ম্যাচের ৩টিতে জিতেছে বাংলাদেশ ও ১টিতে ভারত, যার মধ্যে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ নিজেদের ওয়ানডে সিরিজ, এরপর এ বছর কলম্বোর প্রেমাদাসায় এশিয়া কাপে জয় পেয়েছে বাংলাদেশ। চাপ সামলে ভারতের বিপক্ষে ম্যাচ কীভাবে জিততে হয়, তা এই তিন ম্যাচেই বাংলাদেশ প্রমাণ করেছে।

গত এক বছরে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ছাড়াও বাংলাদেশকে আশা জাগাচ্ছে ২০২৩ বিশ্বকাপের দুটি ম্যাচ, যেখানে ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়েছে আফগানিস্তান ও নেদারল্যান্ডস ৩৯ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই ম্যাচ দুটোকে ধরা হয় এবারের বিশ্বকাপে অঘটনের ম্যাচ। তবে সৌরভ যেন সাম্প্রতিক পরিসংখ্যানের চেয়ে এবারের বিশ্বকাপের পারফরম্যান্সকেই জোর দিচ্ছেন, যেখানে ভারত ৩ ম্যাচের ৩টিতে জিতে পয়েন্ট তালিকায় দুইয়ে রয়েছে। তা ছাড়া রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ব্যাটাররা যেমন ছন্দে রয়েছেন, তেমনি জসপ্রীত বুমরা, কুলদীপ যাদবের মতো বোলাররাও রয়েছেন ফর্মে। অন্যদিকে বাংলাদেশ ৩ ম্যাচের ১টিতে জিতে রয়েছে ৬ নম্বরে। গতকাল নিজের ফেসবুক পেজে ভারতের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি জানি যে ইংল্যান্ডকে আফগানিস্তান হারিয়েছে। নেদারল্যান্ডস হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশ যেন ভালো খেলে সেটা অবশ্যই চাইব। কিন্তু এটাও ঠিক, ভারতীয় দল যে ফর্মে রয়েছে বর্তমান সময়ে, তাতে এই দলকে হারানো সত্যিই খুব কঠিন। ভারতকে অত্যন্ত খারাপ খেলতে হবে, তবেই একমাত্র বাংলাদেশ হয়তো হারাতে পারবে। আশা করি, একটা রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে আগামীকাল (আজ)।’

বাংলাদেশ জিতলে আজ তা ‘অঘটন’ হবে কি না, সেই প্রশ্ন ভারতের বোলিং কোচ পরশ মামব্রেকে করা হয়েছিল গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে। মামব্রে একটু কৌশলেই উত্তর দিয়েছেন, ‘দেখুন, সত্যি বলতে, এটা একটা খেলা, তাই না? আপনি এখানে আসলে যা করতে এসেছেন, তা হলো আপনার পরিকল্পনাগুলো সামর্থ্য অনুযায়ী কার্যকর করা। এটা একটা খেলা। তারা কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে (বাংলাদেশ)।’

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু