চট্টগ্রাম টেস্টের আজ চতুর্থ দিন চলছে। তবে এই ম্যাচ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দিনেশ চান্দিমাল। ‘পারিবারিক চিকিৎসাসংক্রান্ত জরুরি’ প্রয়োজনে দেশে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কান ব্যাটার। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমনটাই জানিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫১০ রানের লিড নিয়ে ইনিংস বিরতিতে গেছে লঙ্কানরা। গতকাল শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস শুরু করে ৬ উইকেটে ১০২ রান নিয়ে দিন পার করেছিল। আজ ৭ উইকেট ১৫৭ রানে ঘোষণা করে ইনিংস। চান্দিমাল দ্বিতীয় ইনিংসে করেন ৯ রান, প্রথম ইনিংসে ৫৯।
এই অভিজ্ঞ ব্যাটারের হঠাৎ দেশে ফেরা নিয়ে ক্রিকেট শ্রীলঙ্কা তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘দিনেশ চান্দিমাল পারিবারিক চিকিৎসাসংক্রান্ত জরুরি কারণে চলমান বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে অবিলম্বে নাম প্রত্যাহার করে নিয়েছেন। প্রয়োজনের এই মুহূর্তে শ্রীলঙ্কা ক্রিকেট, সতীর্থ ও কোচিং স্টাফরা পুরোপুরি দিনেশ চান্দিমালের পাশে আছে এবং তার পারিবারিক গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছে।’
সিলেট টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে শ্রীলঙ্কা। এর আগে সিলেট ও চট্টগ্রামে দুই দল সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছে। চট্টগ্রাম টেস্ট শেষে দেশে ফিরবে শ্রীলঙ্কা দল। তবে তার আগেই ফিরতে হলো চান্দিমালকে।