হোম > খেলা > ক্রিকেট

ব্র্যাডম্যান-ওয়ার্নদের পাশে ক্লার্ক

ক্রীড়া ডেস্ক    

অস্ট্রেলিয়ান ক্রিকেটের হল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন মাইকেল ক্লার্ক। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়া

স্যার ডন ব্র্যাডম্যান-শেন ওয়ার্নদের পাশে এবার মাইকেল ক্লার্কও। আজ ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে যুক্ত হলো তাঁর নাম। ব্র্যাডমান-ওয়ার্নদের পর ৬৪ তম সদস্য হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে এমন সম্মাননা পেয়েছেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।

যাদের দেখে ক্রিকেটে আসা সেই কিংবদন্তিদের তালিকায় নিজের নাম লেখাতে পেরে উচ্ছ্বসিত ক্লার্ক, ‘এত সুন্দর খেলোয়াড়দের, আদর্শের, শৈশবে বড় হয়ে ওঠার সময় দেখে বড় হওয়া রোল মডেলদের সঙ্গে বসতে পারা আমার জন্য একটি সম্মানের বিষয়। যখন আপনি সর্বোচ্চ স্তরে খেলেন, লোকেরা আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার সম্পর্কে কথা বলে। তবে আমার ক্ষেত্রে এটি ছয় বছর বয়সে শুরু হয়েছিল। আমি ৩৪ বছর বয়সে অবসর গ্রহণ করেছিলাম, এটিই (ক্রিকেট) ছিল আমার জীবন। এটি (ক্রিকেট) এখনো আমার জীবনের একটি অংশ।’

ক্লার্কের চোখে ক্রিকেট যেন জীবনের প্রতিচ্ছবি। জীবনে যেমন অনেক উত্থান-পতন থাকে। ক্রিকেটেও এমনটাই হয়, ‘ক্রিকেট সম্ভবত সাধারণ জীবনের মতোই। আপনি ক্রিজে যান এবং ১০০ রান করেন এবং তারপরে ব্যাট তুলে ধরেন। তারপর ফিল্ডিং করতে যান, স্লিপে ফিল্ডিং করেন এবং খেলার দ্বিতীয় বলেই ক্যাচ ড্রপ করেন।’

১৭ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ক্লার্কের। ২২ গজে লম্বা সময় পার করা এই তারকা ২০১৫ সালে অধিনায়ক হিসেবে জেতেন ওয়ানডে বিশ্বকাপ। দেশের হয়ে খেলেন ১১৫টি টেস্ট। যার মধ্যে আবার ৪৭ ম্যাচেই ছিলেন অধিনায়ক।

থানায় জিডি করলেন বিসিবি সভাপতি

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের খোঁচা

না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

‘নিজেদের দোষেই বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ’

বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির সঠিক সিদ্ধান্ত মনে করছেন ইংল্যান্ডের ক্রিকেটার

আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশের কাছে উড়ে গেল স্কটল্যান্ড

কমলগঞ্জে কোয়াব কাপে চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স

‘বিসিবি পরিচালকের ফোনের কথাবার্তা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কি না, তা আমাদের ব্যাপার না’

‘বিশ্বকাপ কাভার করতে সরকারের পক্ষ থেকে কোনো জিও ইস্যু করব না’