হোম > খেলা > ক্রিকেট

বোর্ডার-ওয়াহ-পন্টিংদের পাশে স্মিথ

ক্রীড়া ডেস্ক    

২০৫ ইনিংস খেলে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্টিভ স্মিথ। ছবি: এএফপি

গল টেস্টে ব্যাট হাতে নামার আগে স্টিভেন স্মিথের নামের পাশে ছিল ৯৯৯৯ রান। আজ মাঠে নেমেই দশ হাজারি ক্লাবে পা রাখেন তিনি। চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে টেস্ট ক্রিকেটের ১০ হাজার রানের মাইলফলক ছুঁলেন স্মিথ।

তাঁর আগে টেস্টে দশ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ ও রিকি পন্টিং। তবে এই তিনজনের মধ্যে সবচেয়ে কম ইনিংস খেলে ১০ হাজার রান করেছেন পন্টিং। তাঁর লেগেছিল ১৯৬ ইনিংস। যেখানে স্মিথের লেগেছে ২০৫ ইনিংস। তবে সাদা পোশাকের ক্রিকেটে দ্রুততম দশ হাজার রান করাদের দলে সবার ওপরে আছেন ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই কিংবদন্তি ১৯৫ ইনিংস থেকেই দশ হাজার রান করেছিলেন।

২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল স্মিথের। এরপর থেকেই ব্যাট হাতে নিয়মিত রান করছেন তিনি। বিশেষ করে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত-এই চার বছরে ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করেছেন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪৭৪ রান এসেছে ২০১৫ সালে। এই সময়ে ৩৪ সেঞ্চুরির পাশাপাশি করেন ৪২ হাফ সেঞ্চুরিও। এখন পর্যন্ত ক্যারিয়ারসেরা ইনিংস ২৩৯; ২০১৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে যে ইনিংস খেলেছিলেন স্মিথ।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি