হোম > খেলা > ক্রিকেট

তাইজুলদের ঘূর্ণি জাদুতে জিম্বাবুয়ের কাঁপাকাঁপি

ক্রীড়া ডেস্ক    

২২ রানে জিম্বাবুয়ের নেই ৩ উইকেট। ছবি: এএফপি

চট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।

জিম্বাবুয়ের ছন্দে থাকা তিন ব্যাটারই ফিরেছেন দ্রুত। ব্রায়ান বেনেট প্রথম টেস্টে দুই ইনিংসেই পেয়েছিলেন ফিফটি। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ৬ রানে। প্রথম ইনিংসে ফিফটি করা নিক ওয়েলচ ফিরলেন রানের খাতা খোলার আগেই। শন উইলিয়ামস জিম্বাবুয়েকে টেনেছেন দুই টেস্টেই। তবে দ্বিতীয় ইনিংসে আজ ফিরলেন ৭ রানে। প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ ইনিংস খেলেছিলেন তিনি।

এ প্রতিবেদন পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ৪৫ রান। ওপেনার বেন কারান ২১ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ১৪ রানে ব্যাটিং করছেন।

তার আগে বাংলাদেশে প্রথম ইনিংস থেমেছে ৪৪৪ রানে। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। লেজের ব্যাটারদের নিয়ে মেহেদী হাসান মিরাজ চালিয়ে গেছেন দারুণ লড়াই। তাঁর দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির সৌজন্যে বাংলাদেশ পৌঁছে যায় সাড়ে চার শর কাছে। ১০৪ রান এসেছে মিরাজের ব্যাট থেকে। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন তাইজুল ইসলাম (২০) ও তানজিম হাসান সাকিব (৪১)।

থানায় জিডি করলেন বিসিবি সভাপতি

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে ভারতীয় ক্রিকেটারের সতর্কবার্তা

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের খোঁচা

না খেললেও টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ

‘নিজেদের দোষেই বিশ্বকাপ খেলতে পারছে না বাংলাদেশ’

বাংলাদেশকে বাদ দেওয়া আইসিসির সঠিক সিদ্ধান্ত মনে করছেন ইংল্যান্ডের ক্রিকেটার

আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশের কাছে উড়ে গেল স্কটল্যান্ড

কমলগঞ্জে কোয়াব কাপে চ্যাম্পিয়ন রাহাত ফাইটার্স

‘বিসিবি পরিচালকের ফোনের কথাবার্তা ফিক্সিংয়ের সঙ্গে জড়িত কি না, তা আমাদের ব্যাপার না’

‘বিশ্বকাপ কাভার করতে সরকারের পক্ষ থেকে কোনো জিও ইস্যু করব না’