হোম > খেলা > ক্রিকেট

বরিশালকে হারাতে ঘাম ছুটে গেল সিলেটের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরিশালকে হারাতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে সিলেটকে। ছবি: সৌজন্য ছবি

পিচ যতই কঠিন হোক, ১৪২ রানের লক্ষ্য টি-টোয়েন্টিতে আহামরি কিছু নয়। কিন্তু নিয়ন্ত্রিত বোলিংয়ে এই লক্ষ্যই অনেক সময় হয়ে যায় পাহাড়সম। এনসিএল টি-টোয়েন্টিতে আজ বরিশাল-সিলেট ম্যাচে হয়েছে লো-স্কোরিং থ্রিলার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সকালে মুখোমুখি হয়েছে বরিশাল-সিলেট। এই ম্যাচে সব মিলিয়ে হয়েছে ২৮৪ রান। পড়েছে ১৬ উইকেট। ১৪৩ রানের লক্ষ্য তাড়া করে সিলেটকে খেলতে হয়েছে শেষ ওভার। ১৪২ রান তাড়া করে ২ বল হাতে রেখে ২ উইকেটে জিতেছে জাকির হাসানের নেতৃত্বাধীন সিলেট।

১৪৩ রানের লক্ষ্যে নেমে রান তুলতে থাকলেও সিলেট নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। বরিশালের বিপক্ষে রান তাড়া করতে নেমে ৯.১ ওভারে ৪ উইকেটে ৫৭ রানে পরিণত হয় সিলেট। অধিনায়ক জাকির তিন নম্বরে নেমে আউট হয়েছেন ৭ রানে। দুই ওপেনার মোহাম্মদ মিজানুর রহমান সায়েম ও মুবিন আহমেদ দিশান করেছেন ১৩ ও ৯ রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সিলেটের হাল ধরেন অমিত হাসান ও আসাদুল্লাহ আল গালিব। পঞ্চম উইকেটে তাঁরা (অমিত-গালিব) গড়েন ৩৫ রানের জুটি। ১৫তম ওভারের চতুর্থ বলে গালিবকে ফিরিয়ে জুটি ভাঙেন তানভীর ইসলাম। ২২ বল খেলে গালিব করেন ২৪ রান। তিনি আউট হওয়ার পর মুহূর্তেই সিলেট ১৭.৩ ওভারে ৭ উইকেটে ১১০ রান। শেষ ১৫ বলে হাতে ৩ উইকেট নিয়ে ৩২ রানের সমীকরণ তাদের সামনে মনে হচ্ছিল অনেক দূরের পথ।

অষ্টম উইকেটে সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা সিলেটকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন। তবে ১২ বলে ২৯ রান হওয়ার পর এই জুটি ভেঙে যায়। শেষ তিন বলে যখন ৪ রানের সমীকরণ, তখন উইকেটে নেমে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলে ৪ মেরে সিলেটকে রুদ্ধশ্বাস জয় এনে দেন। ২ বল হাতে রেখে ২ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে ম্যাচসেরা হয়েছেন রেজাউর রহমান রাজা। ৪ ওভারে ৩৩ রানে নিয়েছেন ১ উইকেট। ৯ নম্বরে নেমে ৭ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। মেরেছেন ২ চার ও ১ ছক্কা। সিলেটের ইনিংসের সর্বোচ্চ ৩৯ রান করেন অমিত হাসান। ৩২ বলের ইনিংসে মারেন ৫ চার।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন সিলেটের অধিনায়ক রাজা। প্রথমে ব্যাটিং পাওয়া বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। ৪৪ বলের ইনিংসে চারটি করে চার ও ছক্কা। সিলেটের ইবাদত হোসেন চৌধুরী নিয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন রাজা, রাহাতুল ফেরদৌস জাভেদ, গালিব ও খালেদ।

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

সেঞ্চুরি, ১০৭ মিটার ছক্কা ও এক ওভারে ৩২ রান নিয়ে স্মিথের ইতিহাস

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান