হোম > খেলা > ক্রিকেট

বর্ষসেরা ইনিংসের মনোনয়ন পেল লিটনের সেই সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক    

রাওয়ালপিন্ডি টেস্টে লিটনের সেঞ্চুরি বর্ষসেরা ইনিংসের মনোনয়ন পেল। ছবি: এএফপি

বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো। পাঁচ ইনিংসের এই তালিকায় জায়গা পেয়েছে লিটন দাসের একটি সেঞ্চুরি। গত বছরের আগস্টে পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডি টেস্টে ২২৮ বলে ১৩৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। দলের বিপর্যয়ে ঢাল হয়ে সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ১৬৫ রানের জুটি গড়েন লিটন। মিরাজ ৭৮ রানে আউট হলেও লিটন তুলে নেন সেঞ্চুরি। ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানকে ধবলধোলাই করেছি অতিথিরা।

লিটনের এই ইনিংসটিই ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসে জন্য মনোনয়ন পেয়েছে। ২০২৪ সালের সেরা টেস্ট ইনিংস বাছাইয়ে লিটনের পাশাপাশি নাম রয়েছে ইংল্যান্ডের অলি পোপ, ভারতের যশস্বী জয়সওয়াল, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের হ্যারি ব্রুকের।

ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে অনেক রানে পিছিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে পোপের ১৯৬ রানের ইনিংসে লিড নেয় ইংল্যান্ড। পরে ম্যাচটি ২৮ রানে জিতেছিল তারা। ম্যাচসেরাও হয়েছিলেন পোপ।

ইংল্যান্ডের বিপক্ষে একই সিরিজে জয়সাওয়ালের দ্বিতীয় টেস্টে করেছিলেন ২০৯ রান। সেটিও পেয়েছে মনোনয়ন। মুলতান টেস্টে ব্রুকের করা ৩১৭ রান ও ভারতের বিপক্ষে অ্যাডিলেডে হেডের করা ১৩০ রানের ইনিংসটি আছে এই সংক্ষিপ্ত তালিকায়।

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড