হোম > খেলা > ক্রিকেট

আমি সন্দিহান থাকলেও জয়ের আশা ছাড়েননি প্রধানমন্ত্রী, বললেন পাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খেলা শেষ হয়েছে সবে। প্রেসিডেন্ট বক্সের বাইরে দাঁড়ানো নাজমুল হাসান পাপনের উচ্ছ্বসিত মুখ ধরা পড়ল টিভির পর্দায়। কার সঙ্গে ফোনে যেন কথা বলছিলেন বিসিবি সভাপতি। ম্যাচ শেষে নাজমুল হাসান জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেই কথা হচ্ছিল তখন।

আগে দেখা গেছে, বাংলাদেশের খেলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুরে স্টেডিয়ামে চলে এসেছেন। তিনি অনেকবারই মাঠে এসে সাকিবদের উৎসাহ জুগিয়েছেন। তবে করোনার কারণে ছেদ পড়েছে সেই চেনা দৃশ্যে। প্রধানমন্ত্রী তাই বিসিবি সভাপতির মাধ্যমে খবরাখবর রাখছেন মাঠের, অভিনন্দন জানাচ্ছেন মাহমুদউল্লাহর দলকে।

কাল ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান বললেন, ‘খেলা শেষ হতেই প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। তাঁর সঙ্গেই কথা বলছিলেন। তিনি তো প্রতি খেলাতেই খবর নেন। প্রথম ম্যাচের দিন অনেকবারই করেছেন। সবাইকে অভিনন্দন জানান। দ্বিতীয় ম্যাচে জেতার পরও অনেকবার কথা বলেছেন। আজও (কাল) করেছেন।’

পাপন আরও যোগ করলেন, ‘আজ খেলার মাঝখানে যখন প্রধানমন্ত্রী ফোন করলেন, তখন আমি একটু জেতা নিয়ে সন্দিহান ছিলাম। আমি বললাম ১৩ রান কম হয়ে গেছে আপা। কমপক্ষে ১৪০ রান দরকার ছিল। তখন প্রধানমন্ত্রী বললেন, সব খেলাতেই জিততে হবে কথা নেই। তবে তিনি তখনো জেতার আশা ছাড়েননি। শেষে জেতার পর দলের সবাইকে অভিনন্দন জানিয়েছেন।’

কাল ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল মোস্তাফিজের করা ১৯তম ওভারটা। কী দুর্দান্ত বোলিংই না করেছেন এই বাঁহাতি। একটি উইকেটও পাননি, তবে তিনিই জয়ের নায়ক। বিসিবি সভাপতির বেশি প্রশংসা পেলেন তাই মোস্তাফিজ, ‘মোস্তাফিজের ওই শেষ ওভারটাই (১৯তম ওভার) টার্নিং পয়েন্ট ছিল। আমিও আশায় ছিলাম, সে দারুণ কিছু করবে।’

অস্ট্রেলিয়াকে এভাবেই যে হারাতে পারবে বাংলাদেশ, সেটি কল্পনাতেও ছিল না পাপনের। বিসিবির সভাপতি বললেন, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী ও পেশাদার দল। সিরিজ জিতব আশা করেছিলাম, কিন্তু এভাবে জেতার কথা কখনো চিন্তা করিনি।’

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা