হোম > খেলা > ক্রিকেট

কাল মাঠে নামছেন সরফরাজ-মুশফিকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসলামাবাদে আগামীকাল থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের প্রথম ম্যাচ। জাতীয় দলের লড়াইয়ের আগে প্রস্তুতির দারুণ মঞ্চ পাচ্ছেন ক্রিকেটাররা। আজ ইসলামাবাদে ট্রফি উন্মোচন উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক সৌদ শাকিল ও এনামুল হক বিজয়। 

চট্টগ্রামে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বিজয়। পাকিস্তানে যাওয়ার আগে বলেছিলেন, দারুণ কিছু করে ফিরতে চান জাতীয় দলে। পাকিস্তান ও বাংলাদেশ ‘এ’ দলে আছেন নিয়মিত টেস্ট দলের একাধিক ক্রিকেটার। পাকিস্তানের অধিনায়ক শাকিল আসন্ন টেস্ট সিরিজেরও সহ-অধিনায়ক। তাঁর সঙ্গে অভিজ্ঞ সরফরাজ আহমেদ ও পেসার নাসিম শাহ রয়েছেন ‘এ’ দলে। 

বাংলাদেশ ‘এ’ দলেও রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাঈম হাসনরা। এ জন্য নির্বাচকেরা দল ঘোষণার সময় বলেছিলেন, ‘এ’ দলের প্রথম ম্যাচটা হবে জাতীয় দলের প্রস্তুতির ভালো মঞ্চ। 

মুমিনুল নিজেদের প্রস্তুতি ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরি। মুশফিকুর রহিমও ব্যাট হাতে ছিলেন ছন্দে। মাহমুদুল হাসান জয় অস্ট্রেলিয়া সফরে বিসিবি হাই-পারফরম্যান্সের (এইচপি) হয়ে চার দিনের দ্বিতীয় ম্যাচে ফিরে করেছেন দুটি ফিফটি। বল হাতেও ছিলেন দুর্দান্ত। 

অস্ট্রেলিয়ায় জয়ের অলরাউন্ডার নৈপুণ্যে চার দিনের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান শাহিনসকে হারিয়েছিল এইচপি। নাঈম-জাকিররাও লাল বলের নিয়মিত ক্রিকেটার। পাকিস্তান ‘এ’ দলের মোহাম্মদ হুরাইরা, কামরান গুলামরাও দারুণ ছন্দে রয়েছেন।

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...