হোম > খেলা > ক্রিকেট

ব্রেট লি-কামিন্সদের যে রেকর্ডে মার্ফি

নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টেই অভিষেক হলো টড মার্ফির। অভিষেক টেস্টে ঘূর্ণিজাদুতে ভারতকে নাচিয়ে ছাড়ছেন মার্ফি। প্রথম ইনিংসেই ব্রেট লি, প্যাট কামিন্সদের রেকর্ডে ভাগ বসালেন অস্ট্রেলিয়ার এই অফস্পিনার। 

গতকাল প্রথম দিনেই উইকেট পেয়েছেন মার্ফি। লোকেশ রাহুলকে কট এন্ড বোল্ড করেন তিনি। দ্বিতীয় দিনে এসে ভয়ংকর হয়ে ওঠেন মার্ফি। ‘নাইটওয়াচম্যান’ রবিচন্দ্রন অশ্বিনকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মার্ফি। যেখানে অস্ট্রেলিয়ার এই অফস্পিনার উইকেট নিয়েছেন রিভিউর সাহায্য নিয়ে। মার্ফির পরের শিকার চেতেশ্বর পূজারা। সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে স্কট বোল্যান্ডের তালুবন্দী হন পূজারা। রাহুল, অশ্বিন, পূজারার পর মার্ফি নেন বিরাট কোহলির উইকেট। গ্ল্যান্স করতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী হন কোহলি। আর শ্রীকর ভরতকে এলবিডব্লু করে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মার্ফি। অস্ট্রেলিয়ার ৩৫ তম বোলার হিসেবে অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই অফস্পিনার। অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড আছে ব্রেট লি ও প্যাট কামিন্সের। 

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে অভিষেক টেস্টে এক ইনিংসে সেরা বোলিং ফিগার আলবার্ট ট্রটের। ১৮৯৫ সালে অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩ রান দিয়ে নিয়েছিলেন ৮ উইকেট। মার্ফির আগে অস্ট্রেলিয়ার জার্সিতে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন বোল্যান্ড। মেলবোর্ন ক্রিকে ইংল্যান্ডের বিপক্ষে ৭ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট।

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্বকাপের সেরা একাদশ খুঁজছেন রশিদ

বিশ্বকাপের সিদ্ধান্ত জানতে উদ্বেগ নিয়ে বাংলাদেশের অপেক্ষা

জয়ের খোঁজে মাঠে নামছে বাংলাদেশ

বিপিএলে আজ শুরু ফাইনালে ওঠার লড়াই

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার