হোম > খেলা > ক্রিকেট

অজি পেসারদের সামনে কাঁপছে ভারত

দ্বিতীয় দিনেই পেসারদের জন্য স্বর্গভূমি হয়ে উঠেছে ওভালের উইকেট। এখন পর্যন্ত সারা দিনে যে ১১ উইকেট পড়ল, তার মাত্র একটিই গেছে স্পিনারের ঝুলিতে। আগের দিন প্রথম সেশনে সবুজ উইকেটের সুবিধা নিয়ে অস্ট্রেলিয়ানদের চাপে ফেলেছিলেন ভারতীয় পেসাররা। গতকাল প্রথম ইনিংস শুরু করে সেই চাপ সামলাতে হয়েছে রোহিত শর্মাদের। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮.১ ওভারে ১১১ রান করতেই চার টপ অর্ডারকে হারিয়ে ধুঁকছে ভারত। সাবধানী শুরুর পর তারা বড় ধাক্কাটা খায় দলীয় ৩০ রানে দুই ওপেনারকে হারিয়ে। অধিনায়ক রোহিত (১৫) প্যাট কামিন্সের এলবিডব্লুর ফাঁদে পড়ার পরের ওভারে বোল্ড শুভমান গিল (১৩)। স্কট বোল্যান্ডের ইনসুইং ছেড়ে দিয়ে বড় ভুলটা করেন ভারতীয় ব্যাটার। চা-বিরতির পর ক্যামেরন গ্রিনের বলে একই ভুল করেন চেতেশ্বর পুজারা (১৪)। মিচেল স্টার্কের বলে ফেরা বিরাট কোহলিও (১৪) বিপদের সময় ঢাল হয়ে দাঁড়াতে পারেননি। ক্যাচ দিয়ে বসেন স্লিপে। 

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া আজ দ্বিতীয় দিন শুরু করে ৩ উইকেটে ৩২৭ রান নিয়ে। মোহাম্মদ সিরাজের করা দিনের প্রথম ওভারেই টানা ২ চারে ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি উদ্‌যাপন করেন স্টিভেন স্মিথ। ৯৫ রান নিয়ে দিন শুরু করে ১২১ রানে থামেন তিনি। তার আগে ট্রাভিস হেডের সঙ্গে স্মিথের ২৮৫ রানের জুটি ভাঙেন সিরাজ। ১৬৩ রানে বিদায় নেন হেড। আগের দিন ১৪৬ রানে অপরাজিত ছিলেন তিনি। 

দ্বিতীয় দিনে অজিদের মধ্যে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি (৪৮) ছাড়া আর কেউ দুই অঙ্কের রানের দেখা পাননি। অজিদের প্রথম ইনিংস থামে ৪৬৯ রানে। ভারত পিছিয়ে আছে এখনো ৩৫৮ রানে। পঞ্চম উইকেটে ৪০ রানের জুটি গড়ে টিম ইন্ডিয়ার ইনিংস মেরামতের কাজ করছেন আজিঙ্কা রাহানে (১৭) ও রবীন্দ্র জাদেজা (৩১)। রাহানে ফিরতে পারতেন ব্যক্তিগত ১৭ রানে। কামিন্সের এলবিডব্লুর শিকার হলেও রিভিউ নিয়ে বেঁচে যান।

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’