হোম > খেলা > ক্রিকেট

টিকিট শেষ বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের

চেমসফোর্ডে হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ঢাকা থেকে কয়েক হাজার মাইল দূরে হলেও প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, উদ্দীপনা দেখে মনে হচ্ছে যেন ম্যাচ হচ্ছে মিরপুরেই। আগামীকাল এই মাঠেই হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। তবে তবে ম্যাচ শুরুর আগে যেন দুঃসংবাদই পেল প্রবাসী দর্শকেরা। টিকিট শেষ হয়ে গেছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডে।

যে ভেন্যুতে খেলা হচ্ছে, তা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব এসেক্সের হোম ভেন্যু। এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের ওয়েবসাইটেআজ বলা হয়েছে, বিক্রি হয়ে গেছে বাংলাদেশ-আয়ারল্যান্ড তৃতীয় ওয়ানডের সব টিকিট। স্টেডিয়ামের গেট থেকে ম্যাচের দিন টিকিট কেনার কোনো সুযোগ থাকছে না।

বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২০২৩ বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত। বাংলাদেশকে ধবলধোলাই করলে সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা ছিল আইরিশদের। তবে চেমসফোর্ডে ৯ মে প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। বিশ্বকাপ খেলতে আইরিশদের এখন খেলতে হবে বাছাইপর্ব। আর গতকাল ৩ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়ে ২৩ ম্যাচে ১৪৫ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল