হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না ভার‍ত

টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাপটেনস ডে'তে একে অন্যকে আলিঙ্গন করে হাসিমুখে দেখা গেছে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে।

চির বৈরী দুই দেশের অধিনায়কের এই সুসম্পর্ক যখন আশার আলো দিচ্ছিল ক্রিকেট প্রেমীদের তখন উল্টো বার্তা এল ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছ থেকে। সংস্থাটির সোজা কথা, পাকিস্তানে গিয়ে কোনো ম্যাচ খেলবে না ভারত।

আগামী বছর পাকিস্তানের মাটিতে হওয়ার কথা এশিয়া কাপ। আজ বিসিসিআইয়ের সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছে, পাকিস্তানে গিয়ে সেই টুর্নামেন্টে খেলবে না ভারত। বোর্ড সচিব জয় শাহর দাবি, এশিয়া কাপ হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে।

বিসিসিআইয়ের ৯১ তম বার্ষিক সভা শেষে জয় শাহ বলেছেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপও হবে ওয়ানডে ফরম্যাটে। পাকিস্তানে সেই টুর্নামেন্টে খেলতে যেতে হলে সরকারের অনুমতি নিতে হবে বিসিসিআইকে। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে আগেভাগেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সবশেষ ২০০৮ সালে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলেছিল ভারত। ২০১২ সালের পর থেকে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজও বন্ধ।

বিসিসিআইয়ের ৯১ তম সভা গুরুত্বপূর্ণ ছিল অন্য আরেক কারণে। এই সভায় বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক টেস্ট ক্রিকেটার ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী অলরাউন্ডার রজার বিনি। বিসিসিআইয়ে শেষ হয়েছে সৌরভ গাঙ্গুলি যুগ। তৃতীয় টেস্ট ক্রিকেটার হিসেবে বিসিসিআইয়ের দায়িত্ব নিয়েছেন বিনি। এর আগে কর্ণাটক ক্রিকেট সংস্থার দায়িত্বে ছিলেন ২৭ টেস্ট খেলা বিনি। বোর্ডের কোষাধ্যক্ষের পদ থেকে আইপিএল গভর্নিং বডির সভাপতি হয়েছেন অরুণ ধুমাল।

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড