করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টেস্টের একাদশে নেই মোহাম্মদ রিজওয়ান। বদলি খেলোয়াড় হিসেবে নেমেছিলেন তিনি। পাকিস্তানি এই ব্যাটারকে দেখা গেছে অধিনায়কত্ব করতেও।
আজ করাচিতে চলছে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা। যেখানে ভাইরাস ফ্লুতে আক্রান্ত বাবর আজম মাঠে নামতে পারেননি। বাবরের পরিবর্তে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন রিজওয়ান। পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার অধিনায়কত্বও করছিলেন, যা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নিয়মের পরিপন্থি। পরে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের হস্তক্ষেপে রিজওয়ানকে অধিনায়কত্ব করতে নিষেধ করে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। বাবরের অনুপস্থিতিতে দলকে এখন নেতৃত্ব দিচ্ছেন সরফরাজ আহমেদ।
আইসিসির নিয়ম অনুযায়ী, ‘একজন বদলি বোলিং বা অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না। কিন্তু আম্পায়ারের অনুমোদন সাপেক্ষে শুধু উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারবেন।’
এখন পর্যন্ত ২৭ টেস্ট খেলেন রিজওয়ান। ৩৮.১৩ গড়ে করেন ১৩৭৩ রান। করেছেন ২ সেঞ্চুরি আর ৭ ফিফটি। পাকিস্তানের জার্সিতে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন সংস্করণেই সেঞ্চুরি করেন রিজওয়ান।