দরজায় কড়া নাড়ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। আর ৩ দিন পরেই মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট আসর।
আইপিএল খেলতে এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত পৌঁছে কোয়ারেন্টাইনে আছেন বাংলাদেশের দুই প্রতিনিধি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। তবে দুজনের কারোর দলই পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই।
মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩ জয়ের বিপরীতে হেরেছে ৪ টিতে। ৬ পয়েন্ট নিয়ে রাজস্থানের অবস্থান পাঁচে। নিজেদের সর্বশেষ দুই ম্যাচেও হেরেছে মোস্তাফিজের রাজস্থান।
সাকিবের কলকাতা নাইট রাইডার্সের তো আরও করুণ দশা। ৭ ম্যাচে কলকাতা জিতেছে মাত্র দুটিতে। ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সাতে। নিজেদের শেষ তিন ম্যাচের সবকটিতে হেরেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল।
কলকাতা-রাজস্থান দুদলই প্রথম পর্বে ৭টি করে ম্যাচ খেলেছে। লিগ পর্বে বাকি আছে আরও সাত ম্যাচ। সেরা চারে উঠতে হলে কমপক্ষে ৫টি ম্যাচ জিততেই হবে কলকাতাকে। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকেও। আর মোস্তাফিজের রাজস্থান বাকি সাত ম্যাচের চারটিতে জিততে পারলে পরের পর্ব অনেকটাই নিশ্চিত।