হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ দেখবেন কোন টিভিতে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটি ভাসিয়ে নিয়েছে বৃষ্টিতে। ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে বাংলাদেশ ঝালিয়ে নিতে পাচ্ছে একটি ম্যাচ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। 

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ। দুই প্রতিবেশীর প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। 

স্টার স্পোর্টস যেহেতু ভারতে আইসিসি ইভেন্ট সম্প্রচার স্বত্ব পেয়েছে, তাই বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে স্টার স্পোর্টসে। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো রয়েছেই।

বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবশেষ কোনো প্রস্তুতি ম্যাচ। ২ জুন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। একই দিন সকাল সাড়ে ৮টায় গায়ানার প্রভিডেন্সে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ, ভারত পড়েছে দুটি ভিন্ন গ্রুপে। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা ও আয়ারল্যান্ড। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। একই মাঠে বাংলাদেশ ১০ জুন খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। ৮,১৩ ও ১৭ জুন বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। 

২১,২৩ ও ২৫ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সব ম্যাচ হয়েছে হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স স্টেডিয়ামে। বাংলাদেশ সিরিজটি হেরেছে ২-১ ব্যবধানে। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই দুই দলের প্রথম কোনো দ্বিপক্ষীয় সিরিজ।

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান