পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ওমান পর্ব শেষ করেছে বাংলাদেশ। এবার মাহমুদউল্লাহ-সাকিবদের মিশন সংযুক্ত আরব আমিরাত। এখানেই সুপার টুয়েলভের পাঁচটি ম্যাচ খেলবেন বাংলাদেশ দল। গতকালের ম্যাচের পর আজ বিকেলে মাসকাট থেকে দুবাইয়ে আসে বাংলাদেশ।
বাংলাদেশ দলের বর্তমান ঠিকানা দুবাই শহরের ক্রাউন প্লাজা হোটেল। আগামী পরশু রবিবার শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মাহমুদউল্লাহদের সুপার টুয়েলভ অভিযান। এই পর্বে সাকিবদের বাকি চার প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের শুরুতে অবশ্য আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রথম রাউন্ড পেরোতে পারলেই সুপার টুয়েলভে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘২ ’-এ থাকা ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তান।
তবে টুর্নামেন্টের মাঝপথে নিয়মে বদল করে আইসিসি। ফলে নতুন নিয়ম অনুযায়ী, প্রথম রাউন্ডে রানার্সআপ হয়ে বাংলাদেশ এখন খেলবে গ্রুপ ‘১’-এ। গ্রুপ বদলে যাওয়ায় বদলে গেছে বাংলাদেশের ম্যাচ সূচিও। এখন সবগুলোই ম্যাচেই হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।