হোম > খেলা > ক্রিকেট

অবশেষে তামিমদের দলে মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিপিএলে অবশেষে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ছবি: বিসিবি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম পর্ব শেষ হয়েছে গত পরশু। কাঁধের চোটে ভোগার কারণে মোস্তাফিজুর রহমানের খেলা হয়নি সেই অংশ। অবশেষে টুর্নামেন্টের শেষভাগে এসে দল পেয়েছেন তিনি। তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান স্পোর্টিং ক্লাবে খেলবেন মোস্তাফিজুর রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, ডিপিএলের সুপার লিগে মোহামেডানের হয়ে মোস্তাফিজ খেলবেন। আগামীকাল ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি হবে বলে দলের ম্যানেজার

সাজ্জাদ আহমেদ শিপন আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। সুপার লিগের খেলা শুরু হচ্ছে পরশু।

প্রথম রাউন্ডে ১২ দলের খেলা শেষে সবার ওপরে আবাহনী। ১১ ম্যাচে ৯ জয় ও ২ পরাজয়ে ১৮ পয়েন্ট এখন তাদের। সমান ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। শীর্ষে থাকা আবাহনীর নেট রানরেট ‍+১.৪৬৮। মোহামেডানের নেট রানরেট ‍+০.৭৭১। মিরপুরে ১২ এপ্রিল আবাহনীকে ৩৯ রানে হারায় মোহামেডান। তিন ও চারে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স ও গুলশান ক্রিকেট ক্লাবের পয়েন্ট ১৬ ও ১৫।

তামিম অবশ্য মোহামেডানের অধিনায়ক এখন নন। ২৪ মার্চ বিকেএসপির তিন নম্বর শাইনপুকুরের বিপক্ষে বিকেএসপির তিন নম্বর মাঠে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন খেলাধুলা থেকে আপাতত দূরে আছেন তিনি। পরে তাওহিদ হৃদয়ের কাঁধে মোহামেডানের নেতৃত্বভার তুলে দেওয়া হলেও তিনি নিষেধাজ্ঞায় পড়েছেন।

প্রতিযোগিতামূলক ক্রিকেটে মোস্তাফিজ সবশেষ ম্যাচ খেলেছেন এ বছরের ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১০ ওভারে ৪২ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে খরুচে বোলিং করেছিলেন তিনি। ৯ ওভারে ৬২ রানে নিয়েছিলেন ১ উইকেট। আইসিসির এই ইভেন্টে বাংলাদেশ দুই ম্যাচের দুটিতে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাগড়ায় তা আর হয়নি।

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের মেয়েদের

টসের সময় না হলেও পরে হাত মিলিয়েছেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটাররা

ভারত নাকি নিউজিল্যান্ড, সিরিজ জিতবে কে

বড় নাম নয়, পারফর্মার খুঁজছে রাজশাহী

ভারতের কাছে জেতা ম্যাচ হেরে যাওয়ার ব্যাখ্যায় কী বললেন তামিম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত