হোম > খেলা > ক্রিকেট

ভারতের ম্যাচের পিচকে আইসিসি সাধারণ রেটিং দেওয়ায় দ্বিমত রাহুলের 

বিশ্বকাপের শুরু থেকেই পিচ নিয়ে বিতর্ক চলছে। খোদ ভারতের সাবেক ব্যাটার বীরেন্দর শেবাগ জানিয়েছিলেন, ভারতকে বিশ্বকাপ জেতাতে পিচ তৈরিতে সহায়তা দিচ্ছে আইসিসি। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের মতো করে পিচ বানিয়ে নিচ্ছে ভারত। 

শেবাগের মতো এমন সরাসরি বলতে না পারলেও পিচ নিয়ে প্রশ্ন তুলেছেন মোহাম্মদ হাফিজও। পাকিস্তানের সাবেক ওপেনারের মতে—পিচ আসলে কে তৈরি করে, আইসিসি নাকি বিসিসিআই। বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে আহমেদাবাদ ও চেন্নাইয়ের পিচ নিয়ে। এ দুই পিচেই সবচেয়ে কম রানের ম্যাচ হয়েছে। 

কম রানের দুই ম্যাচেই স্বাগতিক ভারত ছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হিসেবে। প্রথমে ব্যাটিং করা দল কোনো মাঠেই ২০০ রান করতে পারিনি। ফলে এ দুই ম্যাচের পিচকে ‘সাধারণ’ পিচ বলে রেটিং দিয়েছে আইসিসি। আইসিসির মতে, দুটি ম্যাচের পিচ ছিল সাধারণ মানের। 

তবে আইসিসির এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন রাহুল দ্রাবিড়। আহমেদাবাদ ও চেন্নাইকে সাধারণ পিচের রেটিং দেওয়া মানতে পারছেন না ভারতীয় কোচ। গতকাল ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘সম্মান রেখেই বলছি, দুটি পিচকে যে রেটিং দেওয়া হয়েছে, তার সঙ্গে একমত নই। আমি মনে করি ভালো পিচ ছিল। আপনি যদি ৩৫০ (রান) ম্যাচকে ভালো পিচের রেটিং করতে চান, তাহলে আমি এর সঙ্গে একমত নই। আপনাকে ভিন্ন ভিন্ন পিচের চরিত্র মনে রাখতে হবে।’

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু