হোম > খেলা > ক্রিকেট

পিসিবি চেয়ারম্যানের হুংকার, ভারতে খেলতে যাবে না পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

মেয়েদের বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

রাজনৈতিকভাবে ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্ক ক্রিকেটে বরাবরই প্রভাব ফেলে। বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিতের পরপরই প্রশ্ন উঠেছিল পাকিস্তান নারী দলের ভারতে খেলতে যাওয়া নিয়ে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি স্পষ্টভাবে হুঙ্কার ভারতে পাকিস্তানের মেয়েদের না পাঠানোর ব্যাপারে। ছেলেদের চ্যাম্পিয়নস ট্রফির সময় আইসিসির সঙ্গে হাইব্রিড মডেলের যে চুক্তি হয়েছিল সেটা বহাল থাকছে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে শনিবার নাকভি বলেছেন, ‘ভারত ঠিক যেভাবে পাকিস্তানে এসে চ্যাম্পিয়নস ট্রফি খেলেনি এবং তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমতি দেওয়া হয়েছিল, সেভাবেই পাকিস্তানও ভারতে না গিয়ে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। একটা চুক্তি যখন হয়েছে, সেটাকে মেনে চলতেই হবে।’

পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, নিরপেক্ষ ভেন্যুর ব্যাপারে তাঁদের নিজস্ব কোনো পছন্দ নেই। ভারত এবং আইসিসি আলোচনা করে যেখানে ঠিক করবে সেখানেই খেলতে প্রস্তুত ফাতিমা সানা-সিদরা আমিনরা।

গত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যেতে কখনোই রাজি ছিল না ভারত। তাই নিজেদের ম্যাচগুলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলেছে তারা। চুক্তি অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফির পর আগামী তিনটি আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে যাবে না। এর মধ্যে ভারতে আয়োজিত দুটি টুর্নামেন্ট হচ্ছে ২০২৫ সালের আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ও ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৮ সালে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে পাকিস্তান।

২০২৫ আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারতের ৫টি ভেন্যুতে হবে ওয়ানডে নারী বিশ্বকাপ। বাছাইপর্ব থেকে পাকিস্তান এবং বাংলাদেশ মূল পর্বে জায়গা করে নিয়েছে।

ভারতের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন হরভজন

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত