আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিতে চট্টগ্রামে পৌঁছেছেন ক্রিকেটাররা। দলের বেশিরভাগ সদস্যই ওয়ানডে দলের সঙ্গে চট্টগ্রামে রয়েছেন। এর বাইরে থাকাদের বাড়তি অনুশীলন সুবিধা দিতে চট্টগ্রামে ডেকে নেওয়া হয়েছে। সেখান থেকে দলের সঙ্গে ঢাকায় ফিরবেন তারা।
আজ বৃহস্পতিবার রাতের ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছেছেন মোহাম্মদ নাঈম, মুনিম শাহরিয়াররা। একই বিমানে তাদের যাত্রা সঙ্গী ছিলেন পেসার শহিদুল ইসলাম ও মেহেদী হাসান। বন্দরনগরীতে পৌঁছেই তারা জানিয়েছেন, অনুশীলনের উদ্দেশে চট্টগ্রামে এসেছেন তারা।
টি-টোয়েন্টি সিরিজের সবকয়টি ম্যাচ ঢাকায়। অথচ এতো তাড়াতাড়ি টি-টোয়েন্টি দলের ক্রিকেটাররা চট্টগ্রামে কেন? জানতে চাওয়া হলে নির্বাচক হাবিবুল বাশার সুমন আজকের পত্রিকাকে বলেছেন, 'অনুশীলনে যোগ দেওয়ার জন্য ওরা একটু আগেভাগে চলে আসতেছে। এখান থেকে ওদের অনুশীলন শুরু হবে। ২৬,২৭, ২৮ তারিখ অনুশীলন করে দলের সঙ্গে ঢাকায় ফিরবে।'
আগামী ৩ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ৫ মার্চ সিরিজের শেষ ম্যাচ খেলবেন সাকিব-মাহমুদউল্লাহরা।