হোম > খেলা > ক্রিকেট

আকরামের চোখে বাংলাদেশের সেরা কোচ হাথুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১০ জুন পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল গতকাল জানিয়েছেন, খুবই আকর্ষণীয় হতে পারে সিরিজ। তাঁর মতে, আফগানরা অনেক মানসম্পন্ন দল। 

গতকাল হাম্বানটোটায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর বাংলাদেশ যেন আরো সতর্ক। এমনিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ নয়। বিসিবি পরিচালক আকরাম খান মনে করেন, আফগানিস্তানকে আয়ারল্যান্ডের মতো করে দেখার সুযোগ নেই। আর সেটা যদি হয়, তবে তা বাংলাদেশের জন্য বিপদ হয়ে আসবে। 

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০১৯ সালে টেস্টে দুই দলের প্রথম লড়াইয়ে ২২৪ রানে জেতে আফগানিস্তান। এবার সেই প্রতিশোধ নিতে কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরিকল্পনা কী হবে? আকরাম বললেন, ‘আমি এটা বলব না, সে অনেক উন্নতমানের কোচ। তবে বাংলাদেশে যতগুলো কোচ এসেছে, সে সেরাদের একজন। ওর ক্রিকেটীয় জ্ঞান তো আছেই, এর বাইরে যে কার্যক্রমগুলো আছে, সেটা কিন্তু অন্য কোচদের থেকে আমরা পাই না। সেজন্যই আমরা ওর সঙ্গে পারফরম্যান্সটা ভালো করি।’ 

আকরাম মনে করেন হাথুরু থাকায়, দল ভালো করবে। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আশা করছি, ও (হাথুরু) যেহেতু দলের সঙ্গে আছে, আমরা ভালো পারফরম্যান্স করব। দুইজনের দিক থেকেই, কোচ হিসেবেও এবং খেলোয়াড়েরাও সাম্প্রতিক অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। তরুণ ক্রিকেটাররা ভালো করছে, ফাস্ট বোলাররাও ভালো করছে। তো আমার মনে হয়, আমাদের সম্ভাবনা বেশি।’ 

শ্রীলঙ্কা ম্যাচের দিকে না তাকালেও চলে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ তিন সংস্করণেই সর্বশেষ ম্যাচটি হেরেছে। আজ মিরপুরে সাংবাদমাধ্যমকে আকরাম বলেছেন, ‘আফগানিস্তানকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। তাদের কোয়ালিটি প্লেয়ার আছে, কোয়ালিটি বোলার অনেক আছে এবং ব্যাটার যারা আছে, তাদের ধারাবাহিকতা অনেক ভালো। ওদেরকে যদি সহজভাবে নেওয়া হয় যে–আয়ারল্যান্ডের মতোই তারা, তাহলে আমাদের জন্য নেতিবাচক হয়ে আসবে এটা।’ 

গতকাল শ্রীলঙ্কাকে তাদেরই মাঠে ৬ উইকেটে হারিয়েছে আফগানরা। বাংলাদেশ যদি তাদের হারাতে হয়, তবে নিজেদের মাঠের সুবিধাটুকু পুরোপুরি কাজে লাগাতে হবে বললেন আকরাম, ‘ওরা একটা শক্তিশীল দল। শ্রীলঙ্কাকে হারানো অনেক বড় একটা ব্যাপার। আমরা যেভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছি নিজেদের ও ইংল্যান্ডের মাঠে, ওইভাবে যদি ভালো ক্রিকেট খেলতে পারি, ইনশাআল্লাহ আমরা ভালো করব। আমাদের নিজেদের মাঠে খেলার সুবিধা আছে। এই মাঠে আমাদের অভিজ্ঞতা অনেক। এই সুবিধাটা নিতে পারলে আমরা ভালো করব।’

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস