হোম > খেলা > ক্রিকেট

অফ ফর্মের পরেও হাথুরুর ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড় লিটন

সর্বশেষ বছরে দুর্দান্ত ছন্দে ছিলেন লিটন দাস। তিন সংস্করণ মিলিয়ে ৪২ ম্যাচে ১ হাজার ৯২১ রান করে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগের নজর কেড়েছিলেন তিনি। কিন্তু কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে নামের সুবিচার করতে পারেননি বাংলাদেশি ওপেনার। 

ফ্র্যাঞ্চাইজি লিগের মতো জাতীয় দলের ফর্মও ভালো ছিল না লিটনের। উইকেটরক্ষক ব্যাটারের ছন্দহীনতা নিয়ে অন্যরা চিন্তিত হলেও চন্ডিকা হাথুরুসিংহে নন। বরং উল্টোটাই জানালেন তিনি। লিটনের রান তাঁর ইমপ্যাক্টফুল মনে হয়েছে। 

এশিয়া কাপ উপলক্ষে আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘আমি তা ভাবছি না। এই মুহূর্তে তার ফর্ম নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। কারণ, কানাডা ও শ্রীলঙ্কায় বেশ কিছু প্রতিযোগিতামূলক ম্যাচ সে খেলেছে। সেগুলো ছিল টি-টোয়েন্টি। এখন সে কঠোর অনুশীলন করছে। সম্প্রতি সে যে টুর্নামেন্টে খেলেছে, সেই পিচ অত ভালো ছিল না। বিশেষ করে কানাডার পিচ হাই স্কোরিং ছিল না। কিছু ক্ষেত্রে শ্রীলঙ্কাতেও তা ছিল। সে যা রান করেছে, সেটা ইমপ্যাক্ট রান। এশিয়া কাপ ও বিশ্বকাপে তার থেকে বড় ইনিংস দেখতে চাই। আশা করি, সে তা পারবে।’ 

অনেক সময় শুরুটা ভালো করার পর ইনিংস বড় করতে পারেন না লিটন। তাঁর এই সমস্যা নিয়ে হাথুরুসিংহে জানিয়েছেন ভবিষ্যতে সে ভালো করবে এবং উইকেটরক্ষক ব্যাটারের প্রতি আশাও রাখছেন তিনি। বাংলাদেশি কোচ বলেছেন, ‘সে জানে সে আরও ভালো করতে পারে। আমরাও মনে করি, সে যা দেখায় তার চেয়ে আরও ভালো পারফর্ম করার সামর্থ্য তার আছে। দুই বছর আগের সেই ফর্মটা সে আমাদের দেখাবে। সে যখন আমাদের সর্বোচ্চ রান স্কোরার ছিল। তার কাছ থেকে তেমন পারফরম্যান্স আশা করছি।’

সর্বশেষ গ্লোবাল টি-টোয়েন্টি ও লঙ্কা প্রিমিয়ার লিগ মিলিয়ে ১১ ম্যাচ খেলেছেন লিটন। এর মধ্যে ১০ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৮৬ রান করেছেন। ১০২.৭৬ ///স্ট্রাইকরেটও সংক্ষিপ্ত সংস্করণের সঙ্গ মানানসই নয়। ফিফটি করেছিলেন মাত্র একটি।

গিলক্রিস্টের ২৫ বছরের পুরোনো রেকর্ড ভাঙতে পারবেন তো ক্যারি

বিপিএল দেখা যাবে কোন কোন চ্যানেলে

এবারও শুরুর আগেই বিতর্কিত বিপিএল

শুরুর আগে বিপিএলের কমিটিতে পরিবর্তন আনল বিসিবি

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে