হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু বদলাতে পারে এখনো 

বিশ্বকাপের সূচি আইসিসি ঘোষণা করেছে দুই দিন আগে। তবু ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু পরিবর্তনের গুঞ্জন শোনা যাচ্ছে। 

৫ অক্টোবর শুরু হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আর ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। খসড়া সূচিতেও ভেন্যু, তারিখ ছিল একই। আহমেদাবাদে খেলা নিয়ে আপত্তির কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছিল আগেই। এই আপত্তি মূলত পাকিস্তান সরকারের। এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, যদি পাকিস্তান সরকার তাদের ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলতে দিতে না চায়, তাহলে চেন্নাইকে বিকল্প হিসেবে ভাবা হয়েছে। পিসিবির এক মুখপাত্র বলেন, ‘ভারতে যেকোনো সফরের জন্য পাকিস্তান সরকারের থেকে পিসিবির অনুমতি নিতে হয়। ম্যাচের ভেন্যুর ব্যাপারও এখানে রয়েছে। সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে দেখছি এবং শোনামাত্রই আমরা তা ইভেন্ট কর্তৃপক্ষকে (আইসিসি) জানাব। দুই সপ্তাহ আগে আইসিসিকে আমরা বলেছিলাম, যখন আমাদের খসড়া সূচি পাঠানো হয়েছিল। তখন আমাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল।’ 

২০১৯ বিশ্বকাপের মতো এবারও হবে ১০ দলের বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনালের দুই দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এর আগে ১২ বার হয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সর্বোচ্চ পাঁচবার জিতেছে অস্ট্রেলিয়া। দুবার করে জিতেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড আর রানার্সআপ নিউজিল্যান্ড।

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

রংপুরের অধিনায়কত্ব লিটনের কাছে কোনো ‘বোঝা’ নয়

বিপিএলের সূচি পরিবর্তনে ধকল যাবে ক্রিকেটারদের ওপর দিয়েই

ভারতকে হারালে সবচেয়ে বেশি খুশি হয় বাংলাদেশ, বলছেন মিরাজ

‘অপরিচিত নম্বর থেকে ক্রিকেটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’

যখন বিয়ে করেছিলাম, সে রকম চাপ মনে হয়েছে: বিপিএল ইস্যুতে বিসিবি পরিচালক

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

টালমাটাল অবস্থায় দেশের ক্রিকেট

সমাধান হয়েছে বিপিএল ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা