হোম > খেলা > ক্রিকেট

লিটনকে ব্যাট উপহার দিলেন কোহলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অ্যাডিলেড ওভালে ভারতের কাছে হেরে হৃদয় ভেঙেছে বাংলাদেশের। তবে হারা ম্যাচেও প্রশংসা বন্যায় ভাসছেন লিটন দাস। তাঁর ২৭ বলে ৬০ রানের ইনিংসই মূলত বাংলাদেশের জয়ের আশা জাগিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য সতীর্থদের ব্যাটিং ব্যর্থতায় পরাজিত দলে জায়গা পেয়েছে লিটনের ইনিংসটি। 

লিটনের ইনিংস ছাপিয়ে প্রিয় অ্যাডিলেডে নায়কের আসনে বসেন বিরাট কোহলি। তাঁর ৪৪ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস ভারতকে বড় সংগ্রহ পেতে সহায়তা করে। তবে লিটনের ইনিংসটি বেশ মনে ধরেছে কোহলির। তাইতো ম্যাচ শেষে নিজেই লিটনকে একটি ব্যাট উপহার দেন। বাংলাদেশ দলের সঙ্গে থাকা বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি জানিয়েছেন। 

অ্যাডিলেডে আজ জালাল ইউনুস বলেন, ‘লিটন দাস একজন ক্ল্যাসিক ব্যাটার। ওর শটগুলো দেখেন, যেকোনো সংস্করণে ক্ল্যাসিক শট খেলে। টেস্ট ও ওয়ানডেতে সে ভালো খেলে, সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতেও ভালো খেলছে। সবাই খুব খুশি হয়েছি। আমরা যখন ডাইনিং হলে বসে ছিলাম, দেখলাম বিরাট কোহলি এসে ওকে একটা ব্যাট উপহার দিয়ে গেল। অবশ্যই এটা অনেক বড় অনুপ্রেরণা।’ 

অ্যাডিলেডে গতকাল নিয়মিত পজিশন ওপেনিং নেমে ঝড় তোলেন লিটন। যদিও সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে তাঁকে তিনে খেলাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। লিটনকে তিনে খেলানো নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন জালাল ইউনুস, ‘আসলে তিনে খেলা আর ওপেনিংয়ে খেলা অনেকটা একই রকম। আমি এখানে কোনো পার্থক্য দেখি না। সে তিন নম্বরেও স্বস্তি বোধ করে, ওপেনিংয়েও একই। গতকাল যেহেতু সৌম্যকে খেলানো হয়নি...আমাদের ভাবনা ছিদুজনজন বাঁহাতি ব্যাটার হয়ে যাচ্ছিল তাই ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন চাচ্ছিলাম। এ কারণে লিটনকে ওপেন করানো হয়েছে।’

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে