হোম > খেলা > ক্রিকেট

কোহলির আরও এক রেকর্ড ভাঙলেন বাবর 

বাবর আজম না বিরাট কোহলি-এই দুই ব্যাটারের মধ্যে কে সেরা, তা নিয়ে চলে আলাপ-আলোচনা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রান করছেন এই দুই ব্যাটার। কোহলির বেশ কিছু রেকর্ড এর মধ্যে ভেঙে দিয়েছেন পাকিস্তান অধিনায়ক। এবার ভারতীয় ব্যাটারের আরও এক রেকর্ড ভাঙলেন বাবর। 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ এশিয়া কাপের সুপার ফোরে খেলছে বাংলাদেশ-পাকিস্তান। ২২ বলে ১৭ রান করে বাবর বোল্ড হয়েছেন তাসকিন আহমেদের বলে। আউট হওয়ার আগে গড়েছেন এক রেকর্ড। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের রেকর্ড গড়লেন বাবর। পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের লেগেছে ৩১ ইনিংস। কোহলির এই রেকর্ড গড়তে লেগেছিল ৩৬ ইনিংস। এই তালিকায় বাবর-কোহলির পরেই আছেন এবি ডি ভিলিয়ার্স ও মাইকেল ক্লার্ক। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ডি ভিলিয়ার্স ও ক্লার্কের লেগেছিল ৪১ ও ৪৭ ইনিংস। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাবরের এখন পর্যন্ত রান ২০১১। কোহলি, ডি ভিলিয়ার্স ও ক্লার্ক করেছেন ৫৪৪৯,৪৭৯৬ ও ২৭৪৫ রান। 

এর আগে ওয়ানডেতে প্রথম ১০০ ম্যাচ শেষে বাবরের স্কোর ছিল ৫০৮৯ রান। এই পরিমাণ ওয়ানডে খেলে কোহলি করেছিলেন ৪১০৭ রান। বাবর ও কোহলির তখন গড় ছিল ৫৯.১৭ ও ৪৮.৮৯। আর ওয়ানডেতে ১৯ সেঞ্চুরি করতে বাবরের লেগেছে ১০২ ইনিংস। যা ওয়ানডেতে প্রথম ১৯ সেঞ্চুরি করায় দ্রুততম। ওয়ানডেতে প্রথম ১৯ সেঞ্চুরি করতে হাশিম আমলা ও কোহলির লেগেছিল ১০৪ ও ১২৪ ইনিংস। 

অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রান (ইনিংসের হিসেবে): 
বাবর আজম (পাকিস্তান) : ৩১ 
বিরাট কোহলি (ভারত) : ৩৬ 
এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) : ৪১
মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) : ৪৭

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি