হোম > খেলা > ক্রিকেট

রোমাঞ্চকর জয়ের পর অস্ট্রেলিয়ার দুঃসংবাদ, শাস্তি পেল ইংল্যান্ডও 

এজবাস্টনে প্যাট কামিন্স-নাথান লায়নের বীরত্বে গতকাল রূপকথার গল্প লিখল অস্ট্রেলিয়া। এই রূপকথার জয়ের পরও দুঃসংবাদ শুনতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। আইসিসির থেকে শাস্তি পেল প্যাট কামিন্সের দল। একই সঙ্গে ইংল্যান্ডও শাস্তি পাচ্ছে।

স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট দুটি দল থেকেই কেটে নেওয়া হয়েছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার পয়েন্ট এখন ১০ আর ইংল্যান্ডের ২ পয়েন্ট। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি দিয়েছেন। কামিন্স, বেন স্টোকস—অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের দুই অধিনায়ক দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির আচরণ বিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে প্রতি ওভার দেরির জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হবে ক্রিকেটারদের। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নীতিমালার ১৬.১১.২ অনুচ্ছেদ অনুসারে প্রতি ওভারের জন্য ১ পয়েন্ট কাটা যাবে। এজবাস্টনে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া দুই দলই নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার করে কম বোলিং করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ম্যাচে জিতলে কোনো দল পাবে ১২ পয়েন্ট। টাই ও ড্র করলে পাবে ৬ ও ৪ পয়েন্ট। হারলে কোনো পয়েন্ট পাবে না।

২৮ জুন লর্ডসে শুরু হবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। হেডিংলিতে তৃতীয় টেস্ট হবে ৬ জুলাই, চতুর্থ টেস্ট ১৯ জুলাই শুরু হবে ম্যানচেস্টারে। আর ২৭ জুলাই লন্ডনের ওভালে হবে পঞ্চম টেস্ট।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু