হোম > খেলা > ক্রিকেট

সাকিবের সঙ্গে কথা বলবে বিসিবি

ক্রীড়া ডেস্ক    

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

গত বছরের সেপ্টেম্বরে ভারতে সফরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। রাজনৈতিক পালাবদলের আগে দেশ ছেড়েছিলেন, তারপর আর দেশে ফেরা হয়নি তাঁর। তারকা অলরাউন্ডারের বাংলাদেশ দলে ফেরার সম্ভাবনাও সেভাবে দেখা মিলছে না। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর সাকিবের ফেরার ইস্যু আমিনুল ইসলাম বুলবুল নির্বাচকদের ওপর ছেড়ে দিয়েছিলেন। মাস দেড়েক পর আবারও সেই নির্বাচকদের কোর্টে বল ঠেলে দিলেন তিনি।

সাকিবকে নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব সংস্করণ থেকেই তিনি অবসর নেননি—এমন ইঙ্গিত দিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, সরাসরি সাকিবের সঙ্গে কথা বলার পরই বোর্ডের অবস্থান স্পষ্ট হবে। আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিবকে এখনো পাওয়া যাবে। সব সংস্করণ থেকে সে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব। তার সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নিতে পারব।’

তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় দলের নির্বাচক প্যানেল ও ক্রিকেট পরিচালনা বিভাগের মতামতকেই গুরুত্ব দিচ্ছেন বুলবুল, ‘তার সঙ্গে কথা বলব। তবে এটা সম্পূর্ণ নির্ভর করছে যারা দল নির্বাচন করে, জাতীয় দলের নির্বাচকদের ওপর। আমার সঙ্গে বেশ কিছুদিন যোগাযোগ হয়নি (সাকিবের সঙ্গে)।’

সাকিবের সঙ্গে এখনো কথা হয়নি বুলবুলের। বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনো যোগাযোগ হয়নি। ক্রিকেট পরিচালনা বিভাগে যাঁরা আছেন, তাঁদের সঙ্গে কথা বলতে হবে।’

এই মুহূর্তে গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব। এই টুর্নামেন্টের অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ৫৮ রান ও বল হাতে ৪ উইকেট নিয়েছিলেন। পরের দুই ম্যাচেই আবার ব্যর্থ। ব্যাট হতে দুই ম্যাচ মিলিয়ে করেছেন ১১ রান, বোলিংয়ে পাননি কোনো উইকেট।

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড