হোম > খেলা > ক্রিকেট

ধোনিদের বিপক্ষে জয়ের পর ভারতের তরুণ ক্রিকেটারের শাস্তি

ক্রীড়া ডেস্ক    

১৭ লাখ টাকা জরিমানা গুনছেন রিয়ান পরাগ। ছবি: ক্রিকইনফো

হারের বৃত্ত থেকে অবশেষে বেরোতে পেরেছে রাজস্থান রয়্যালস। টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শুরু করা রাজস্থান গত রাতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পেয়েছে রুদ্ধশ্বাস জয়। কিন্তু উৎসবের মুহূর্তটা মাটি হতে বেশি সময় লাগেনি রিয়ান পরাগের। তাঁকে শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময় গতকাল রাত ৮টায় শুরু হওয়া চেন্নাই সুপার কিংস-রাজস্থান রয়্যালস ম্যাচ শেষ হতে হতে প্রায় ১২টা বেজেছে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে প্রায় ৪ ঘণ্টা ধরে চলা ম্যাচে মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাইয়ের বিপক্ষে ৭ রানে জিতেছে রাজস্থান। এই ম্যাচেই স্লো-ওভার রেটের কারণে রাজস্থান অধিনায়ক পরাগকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৭ লাখ টাকা। আইপিএল এক বিবৃতিতে বলেছে, ‘আইপিএলের আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুসারে এটা তাদের দলের (রাজস্থান) প্রথম অপরাধ। স্লো-ওভার রেটের কারণে সংশ্লিষ্ট থাকায় পান্ডিয়ার জরিমানা হয়েছে ১২ লাখ রুপি।’

গুয়াহাটিতে টস জিতে গতকাল ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই অধিনায়ক গায়কোয়াড়। নীতিশ রানার ঝোড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই (প্রথম ৬ ওভার) ১ উইকেটে ৭৯ রান তুলে ফেলে রাজস্থান। তবে চেন্নাইয়ের দুর্দান্ত বোলিংয়ে বিধ্বংসী এই শুরু ধরে রাখতে পারেনি রাজস্থান। ২০ ওভারে ৯ উইকেটে ১৮২ রানে থেমে যায় রাজস্থানের ইনিংস। ১৮৩ রানের লক্ষ্যে নামা চেন্নাইয়ের ইনিংস যতই শেষের দিকে গড়িয়েছে, ঝোড়ো ব্যাটিংয়ে ধোনি বাড়াতে থাকেন ম্যাচের রোমাঞ্চ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে থেমে যায় চেন্নাই। রাজস্থানের ৬ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন রানা। ৩৬ বলে ১০ চার ও ৫ ছক্কায় করেছেন ৮১ রান।

এবারের আইপিএলে পরাগ দ্বিতীয় অধিনায়ক হিসেবে স্লো-ওভার রেটের শাস্তি পেয়েছেন। এর আগে এমন শাস্তি পেয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে মুম্বাইয়ের ম্যাচে পান্ডিয়ার শাস্তি হয়েছিল। তাঁকেও ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

আরও পড়ুন:

মোস্তাফিজের ‘অসম্মান’ মানতে পারছে না বিসিবি

‘যে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের সম্মান নেই, সেটা দেখারও দরকার নেই’

বাংলাদেশের চাপে বিশ্বকাপের নতুন সূচি তৈরি করছে আইসিসি

নাসুমের ঘূর্ণিতে বিধ্বস্ত নোয়াখালী, জয়ে ফিরল সিলেট

রুটের সেঞ্চুরির পর জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া

আমিরাতে রানার্সআপ হয়েও ভক্তদের হৃদয় জিতলেন সাকিব

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি

আইপিএল ইস্যুতে মোস্তাফিজের এখন কী অবস্থা, জানালেন সোহান

‘মোস্তাফিজের মতো আইপিএলের লোগো থেকেও মাশরাফিকে ভারত সরিয়ে ফেলবে’