হোম > খেলা > ক্রিকেট

আইসিসির হল অব ফেমে ধোনি-হেইডেনসহ আর নতুন যাঁরা এলেন

ক্রীড়া ডেস্ক    

আইসিসির হল অব ফেমে নতুন করে জায়গা পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি-ম্যাথু হেইডেনের মতো তারকারা। ছবি: ক্রিকইনফো

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাথু হেইডেন, মহেন্দ্র সিং ধোনি ছেড়েছেন বহু আগে। খেলোয়াড়ি জীবনে পেয়েছেন আইসিসি ইভেন্টে শিরোপা জয়ের স্বাদ। যেখানে ধোনির নেতৃত্বে ভারত তিনটি মেজর শিরোপা জিতেছে। অবশেষে তাঁরা জায়গা করে নিলেন আইসিসির হল অব ফেমে।

নতুন যাঁরা হল অব ফেমে জায়গা করে নিয়েছেন, আইসিসি নিজেদের ওয়েবসাইটে গতকাল ঘোষণা করেছে। নতুন করে সাত ক্রিকেটার এই সম্মানজনক স্বীকৃতি পেয়েছেন। যাঁদের মধ্যে দুজন নারী ক্রিকেটার আছেন। গত রাতে আইসিসির হল অব ফেমে হেইডেন-ধোনির পাশাপাশি জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, গ্রায়েম স্মিথ এবং দুই নারী ক্রিকেটার পাকিস্তানের সানা মীর ও ইংল্যান্ডের সারাহ টেলর।

২০০৩ থেকে ২০১৯ পর্যন্ত ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৩৮ ম্যাচে করেছেন ১৭২৬৬ রান। তাঁর নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জিতেছে ভারত। আইসিসির হল অব ফেমে জায়গা পেয়ে ধোনি বলেছেন, ‘হল অব ফেমে সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। গোটা বিশ্বে প্রজন্মের পর প্রজন্ম খেলে চলা ক্রিকেটাররা যে অবদান রাখে, সেটার স্বীকৃতি জানানো হয় এভাবে। সর্বকালের সেরাদের পাশে নিজের নাম দেখতে পাওয়াটা অসাধারণ অনুভূতি। সারাজীবন এমন সম্মান ধরে রাখব।’

ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) অভিনন্দন জানিয়েছে ধোনিকে। তাঁর নেতৃত্বে ভারত যে তিনটি আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছে, সেই শিরোপাগুলোর কথা উল্লেখ করে চ্যাম্পিয়ন অধিনায়কের ছবি পোস্ট করেছে। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলা ধোনি কেবল শুধু আইপিএলই খেলছেন। আর হেইডেন আইপিএলসহ আইসিসির বিভিন্ন ইভেন্টে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। ২০০৩, ২০০৭ এই দুই ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার আমলা ও স্মিথেরও আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অবদান রয়েছে। স্মিথের নেতৃত্বে প্রোটিয়াদের টেস্ট নতুন দিশা খুঁজে পায়। আমলা আন্তর্জাতিক ক্রিকেটে অনেক রেকর্ড ভেঙে নিজের নামে করে নিয়েছেন। আইসিসি ইভেন্টের শিরোপাটাই শুধু তাঁদের পাওনা ছিল।

পাকিস্তানের নারী ক্রিকেটার সানা মীর খেলেছেন ১২০ ওয়ানডে ম্যাচ ও ১০৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তাঁর টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকলেও ইংল্যান্ডের নারী ক্রিকেটার সারাহ টেলর খেলেছেন ১০ টেস্ট। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ১২৬ ও ৯০ ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ হাজারের বেশি রান করেছেন তিনি।

রেকর্ড গড়ে ১০ হাজারি ক্লাবে স্মৃতি মান্ধানা

১৩ দিনেই শেষ ৪ টেস্ট, অস্ট্রেলিয়ার ক্ষতি ২০৫ কোটি

বিপিএল খেলেই পাকিস্তানে পরিচিত পেয়েছেন নাফি

শান্ত এবার ‘জবাব’ দিচ্ছে, বলছেন রাজশাহীর কোচ

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে শরীফুল, এখন কী অবস্থা

‘মোস্তাফিজ খুবই আন্ডাররেটেড’

বিদেশের লিগে বাংলাদেশের আরও ক্রিকেটার চান মোস্তাফিজ

চমক দেখিয়ে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা পাকিস্তানের

সিলেটের কাছে নোয়াখালী কোথায় হারল, অঙ্কনের ব্যাখ্যা

সাঙ্গাকারার টোটকাতেই সাকিবের বাজিমাত