হোম > খেলা > ক্রিকেট

এবার অসুস্থ তাসকিনকে নিয়ে দুশ্চিন্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চোট নিয়ে এখনো কিছুটা অস্বস্তি অনুভব করছেন তামিম ইকবাল। বিশ্বকাপের কাছাকাছি সময়ে ঝুঁকি বাড়াতে চায় না টিম ম্যানেজমেন্ট। যার জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। কুঁচকির চোটের কারণে প্রথম ওয়ানডের পর তানজিম হাসান সাকিবকেও সিরিজের পরের দুই ওয়ানডে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 

তবে এর মধ্যেই আবার দুশ্চিন্তা বাড়াচ্ছে তাসকিন আহমেদের অসুস্থতা। শেষ ওয়ানডের দলে আছেন তাসকিন। কিন্তু আজ দলীয় অনুশীলনে দেখা যায়নি এই পেসারকে। পরে খোঁজ নিয়ে জানা গেছে, পেট খারাপ করেছে তাসকিনের। শেষ ম্যাচে খেলবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না। 

বিসিবির চিকিৎসা বিভাগ সূত্র জানিয়েছে, তাসকিনের ফুড পয়জনিং কি না, এ ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। তবে তাসকিনের পেট খারাপ হয়েছে এটা জানিয়েছেন। তাসকিন আগামীকাল খেলতে পারবেন কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এটা নিশ্চিত নয়। তাঁরা আশা করছেন আজই হয়তো ঠিক হয়ে যাবেন তাসকিন। তবে খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবেন তিনি। 

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলবে বাংলাদেশ। গতকাল পাঁচ পরিবর্তন নিয়ে দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। তাসকিন, মুশফিকুর রহিম, শরীফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। 

প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। আগামীকাল সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু