হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচে বিশেষ ট্রেন

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রুদ্ধশ্বাস লড়াই। অবশ্য মাঠের লড়াইটা এখন তেমন দেখা যায় না। যে দলই জিতুক না কেন, একপেশে হয়ে যায় ম্যাচ। মাঠে শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতা দেখা না গেলেও ম্যাচ নিয়ে সমর্থকদের চাহিদা কিন্তু কমেনি। তেমনি কমেনি দর্শক-সমর্থকদের উত্তেজনাও।

তা না হলে কেন ভারতের পশ্চিম রেলওয়ে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে? দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের মধ্যে উত্তেজনা আছে বলেই রেলওয়ে কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে স্পেশাল ট্রেনের ঘোষণা দিয়েছে। তারা লিখেছে, ‘সমর্থকদের ধরা পড়া উচিত নয়। বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ উপলক্ষে সমর্থকদের ভিড় কমানোর জন্যই মুম্বাই ও আহমেদাবাদে দুটি বিশেষ ট্রেন চলবে। বুকিং শুরু হবে ১২ অক্টোবর ২০২৩ থেকে।’

১৪ অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচটি হবে আহমেদাবাদে। ১ লাখ ৩২ হাজার আসনসংখ্যার এই স্টেডিয়ামে হেভিওয়েট ম্যাচের সাক্ষী হতে অনেক সমর্থকই চাইবেন, এটাই স্বাভাবিক। মুম্বাই থেকেও আহমেদাবাদে যেতে আগ্রহী হাজার হাজার সমর্থকের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে যেন আহমেদাবাদে পৌঁছে সমর্থকেরা ম্যাচটি দেখতে পারে।

আগামীকাল ০৯০১৩ মুম্বাই সেন্ট্রাল–আহমেদাবাদ সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে ভারতীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ছাড়বে এবং পরদিন ভোর ৫টা ৩০ মিনিটে আহমেদাবাদে পৌঁছাবে। ম্যাচ শেষ হওয়ার পরদিন মুম্বাইয়ে ফিরবে স্পেশাল ট্রেনটি। ০৯০১৪ আহমেদাবাদ-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট স্পেশাল ট্রেন ১৫ অক্টোবর আহমেদাবাদ স্টেশন ছাড়বে ভোর ৪টা ৯ মিনিটে এবং বলিউডের নগরীতে পৌঁছাবে একই দিন দুপুর ১২টা ১০ মিনিটে।

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা

চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে সেনেগালের ইতিহাস, বাংলাদেশ কোথায়

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্বকাপের সেরা একাদশ খুঁজছেন রশিদ

বিশ্বকাপের সিদ্ধান্ত জানতে উদ্বেগ নিয়ে বাংলাদেশের অপেক্ষা

জয়ের খোঁজে মাঠে নামছে বাংলাদেশ

বিপিএলে আজ শুরু ফাইনালে ওঠার লড়াই

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের